গ্রামীণ টেলিকমের এমডিসহ ৩ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ


FE Team | Published: November 23, 2022 17:56:45 | Updated: November 24, 2022 12:41:03


দুদকে বুধবার জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রমিক-কর্মচারীদের অর্থ লোপাট এবং প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারসহ চার অভিযোগে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমিশনের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্ব একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম ছাড়াও প্রতিষ্ঠানের দুই পরিচালক আশরাফুল হাসান ও পারভীন মাহমুদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নাজমুল বলেন, “সকল সিদ্ধান্ত হয়েছে বোর্ডের মাধ্যমে, ব্যক্তিগতভাবে কোনো কিছুর সাথে জড়িত নন ডক্টর ইউনূস।”

১৯৯৭ সাল থেকে গ্রামীণ টেলিকমের এমডির পদে আছেন নাজমুল।

তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের শ্রমিকদের অর্থ ছাড় করা হয়েছে নিয়ম মেনেই।
এর আগে অভিযোগ অনুসন্ধানে গত ২৫ অগাস্ট প্রথম দফায় প্রতিষ্ঠানটির এমডি নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

Share if you like