গাছের ডাল কাটায় কুড়িগ্রামে ভাই-বোনকে পিটিয়ে হত্যা, আটক ৬


এফই অনলাইন ডেস্ক | Published: October 27, 2022 14:29:51 | Updated: October 27, 2022 18:39:35


প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ভাই-বোনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে। 

উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।

নিহতরা হলেন- গ্রামের আবুল কালাম আজাদ (৭০) এবং তার বড় বোন সখিনা বেগম (৭৫), খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দিনের বেলায় বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদ ও প্রতিবেশী দুলাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে প্রতিপক্ষের লোকজন রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আবুল কালাম আজাদ, তার ছেলে ও সখিনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি শাহরিয়ার।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুলাল মিয়ার ভাই নূর বকশ, নূর জামাল মিয়া, ইকবাল হোসেন, ইকবালের স্ত্রী আলেয়া বেগম, তাদের ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

Share if you like