গত ৩ বছরে দেশে প্রায় ১৩ হাজার নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে: বিএনপি নেতা নজরুল


FE Team | Published: January 02, 2023 18:59:32 | Updated: January 03, 2023 15:19:53


গত ৩ বছরে দেশে প্রায় ১৩ হাজার নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে: বিএনপি নেতা নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, গত ৩ থেকে ৪ বছরে বাংলাদেশে প্রায় ১৩ থেকে ১৪ হাজার নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘‘উন্নয়ন যেটা হবে সেটা সবার জন্য। গত ৩/৪ বছরে আমাদের দেশে প্রায় ১৩/১৪ হাজার নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে। কেউ এটা উন্নতি বলতে পারেন। কিন্তু পাশাপাশি যে সাড়ে ৩ কোটি থেকে ৪ কোটি লোক আরও অধিক দরিদ্র হয়ে গেল সেটাকে কী বলবেন? এটা তো কথা ছিল না।

“কথা ছিল আমরা সবাই একসাথে মিলে-মিলে সমৃদ্ধ হব। কিছু লোক মাত্র হাতেগোনা কিছু লোক আঙ্গুল ফুঁলে কলা গাছ হয়ে যাবে আর বাকি লোকরা নিঃস্ব হয়ে যাবে এজন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। তাই তো হচ্ছে।”

সবার ভোটাধিকার নিশ্চিতের জন্য জনগণের পছন্দের সরকার নির্বাচনে তিনি নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের আহ্বান জানান। তার আশা, জনগণ আন্দোলন করে তা আদায় করে নেবে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে তার অভিযোগ, “মাত্র তিন মাসের মধ্যে আমাদের প্রায় ১২/১৩ জন মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরও প্রত্যেকটা কর্মসূচি সফল হচ্ছে।

“আমাদের ১২ দলীয় জোট, আমাদের অন্যান্য যেসব সংগঠন-জোট গণতন্ত্র মঞ্চ সবাই যারা রাজপখে আছে, প্রত্যেকটা আন্দোলনে অসংখ্য লোকের সমাবেশ হচ্ছে। কেন? সবই কী দলের লোক?  না। সাধারণ মানুষ যুক্ত হচ্ছে এ আন্দোলনে। আর সাধারণ মানুষ তখনই যুক্ত হয় যখনই তারা পরিবর্তন চায়।

নজরুল বলেন, ‘‘জনগণ পরিবর্তন চায় কল্যাণের জন্য জনগণ পরিবর্তন চায় সমৃদ্ধির জন্য, জনগণ পরিবর্তন চায় শান্তির জন্য।

“আর জনগণের শান্তি, কল্যাণ, সমৃদ্ধির আকাঙ্খা যুগে যুগে কেউ কখনই দমিয়ে রাখতে পারে নাই, এই সরকারও পারবেন না- ইনশাল্লাহ।

প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সভাপতি ও মোহাম্মদ নজরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন।

Share if you like