কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল টাঙ্গাইলের ২ ছাত্রী


এফই অনলাইন ডেস্ক | Published: January 04, 2023 20:47:28 | Updated: January 05, 2023 15:33:52


কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল টাঙ্গাইলের ২ ছাত্রী

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন দুই মাদ্রাসা ছাত্রী।  

বুধবার সকালে উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী মারিয়া ও রাবিয়া ক্লাসে যাওয়ার সময় রাস্তায় এক লাখ টাকা পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন। পরে তারা সেই টাকা স্থানীয় প্রবাসী আশরাফ হোসেনের কাছে ফিরিয়ে দেন।   

কালিয়া ইসলামি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী বলেন, মারিয়া ও রাবিয়া টাকা পাওয়ার পর প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য সবার কাছে বলাবলি করতে থাকে। এরই মধ্যে হারিয়ে যাওয়া টাকার খোঁজে প্রবাসী আশরাফ ছোটাছুটি করছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তখন আশরাফ জানতে পারেন মারিয়া ও রাবিয়া সেই পেয়েছে। তিনি তখন তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রবাসীর টাকা তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

অধ্যক্ষ আরও বলেন, “দুই ছাত্রীর এমন কাজ অবশ্যই তাদের পরিবার ও মাদরাসার সবাই উচ্ছ্বসিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। টাকা পেয়ে প্রবাসী আশরাফ দুই মাদরাসা ছাত্রীকে তিন হাজার টাকা পুরস্কার দিয়েছেন।“

প্রবাসী আশরাফ হোসেন বলেন, “আমি সকালবেলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে রাস্তায় কখন যে পড়ে যায় বুঝতে পারিনি। আমি ওদের সততা দেখে অবাক হয়ে গেছি, তারা চাইলে কাউকে না বলে নিজেদের কাজে খরচ করতে পারত। কিন্তু তারা আমাকে খুঁজে বের করে টাকা দিয়েছে; এটা সততার বড় উদাহরণ।”

কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শরীরচর্চা শিক্ষক জয়নাল আবেদীন আজমিশ বলেন, “আমাদের মাদরাসার ছাত্রীর এমন প্রশংসনীয় কাজে আমরা সবাই গর্বিত। আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়মিত অ্যাসেম্বলি ক্লাসে নৈতিকতা শিক্ষার গুরুত্ব বুঝানোর চেষ্টা করি।”

Share if you like