ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক গার্ডের মাথা ফেটে গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুধবার রাত ৮টার দিকে চৌদ্দগ্রামের কৈতরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুণবতী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শাহাবুদ্দিন।
দুর্বৃত্তরা চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে করে বলে জানান স্টেশন মাস্টার।
আহত গার্ড মনোয়ার হোসেনকে গুণবতী এলাকার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, নাসিরাবাদ ট্রেনটি গুণবতী স্টেশন এলাকায় কৈতরা রেলগেইটে এলে দুর্বৃত্তরা তাতে পাথর নিক্ষেপে করে। একটি পাথর গার্ডের মাথায় লেগে ফেটে রক্ত ঝরতে শুরু করে।
এরপর রেলওয়ে কন্ট্রোল রুমে ঘটনাটি জানিয়ে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।