বিশ্বকাপে ভবিষ্যদ্বাণীর কথা এলেই যেন মনে পড়ে যায় অক্টোপাস পলের কথা। ২০১০ বিশ্বকাপে জার্মানীর টানা সাতটি ম্যাচেরই সঠিক ফলাফল আগাম জানিয়ে দিয়েছিলো পল। এমনকি স্পেনই যে বিশ্বকাপ জিতবে সেটাও জানিয়ে দিতে পেরে সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছ রাতারাতি তারকা বনে গিয়েছিল এটি।
বিশ্বকাপ ফুটবলে স্পেনের বিজয়ের কথা দুইবার জানিয়েছিলো পল৷ আর বিশ্বকাপ জয়ের পরে স্পেন পলকে জাতীয় সম্পদ হিসেবে নিজ দেশে নিয়ে যেতে চেয়েছিল৷ দেশটির একটি শহর পলের দেহ সংরক্ষণ করতেও চেয়েছিল, তৈরি করতে চেয়েছিল অ্যাকুয়ারিয়াম ও একটি অক্টোপাস জাদুঘর৷ এমনকি উত্তর পশ্চিমাঞ্চলের শহর কারবালিনো পলকে সম্মানজনক নাগরিকত্ব দিতে চেয়েছিল৷
এর আগেও ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নস লীগের জার্মানির ৬টি খেলার ৪টিরই সঠিক অনুমান করেছিল পল।
পলের দুর্ভাগ্য, এতোগুলো সফল ভবিষ্যদ্বানী ও খ্যাতিলাভের পর ২০১০ সালের অক্টোবরেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাকে। তবে এবার কাতার বিশ্বকাপে পলের এই অভাব পূরণে অংশীদারের কিন্তু কমতি নেই।
ক্যামেলিয়া
বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারে উটের জনপ্রিয়তা অনেক। এর অন্যতম কারণ এদেশের ঐতিহ্যবাহী খেলা উটদৌড়। এই খেলার জন্য ব্যাপকহারে এখানে উট পালন করা হয়।
আর এবার বিশ্বকাপের আমাজের মাঝে কাতারে ক্যামেলিয়া নামে একটি মাদী উটের বেশ নামডাক শোনা যাচ্ছে। পরপর দুইটি ম্যাচের সফল ভবিষ্যদ্বাণী করেছে ক্যামেলিয়া। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বরাদ্দে জানা যায়, ইরান ও ইংল্যান্ডের ম্যাচের ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল ক্যামেলিয়াকে। এর জন্য তার সামনে দুইটি দেশের পতাকা টানানো হয়। অতঃপর ক্যামেলিয়াকে প্রশ্ন করা হয় কে জয়ী হবে। এরপর সে সরাসরি হেঁটে ইংল্যান্ডের পতাকার কাছে গিয়ে দাঁড়ায়।
ক্যামেলিয়ার এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়, সত্যি সত্যি জয়ী হয় ইংল্যান্ড
এছাড়াও, ইকুয়েডের বিপক্ষে প্রথম খেলায় স্বাগতিক দেশ কাতার পরাজিত হবে বলেই ক্যামেলিয়া ভবিষ্যদ্বাণী করে। অবশেষে জিতে যায় ক্যামেলিয়া, ফলাফল ২-০ গোলে পরাজিত হয় কাতার। শুধু তাই নয়, স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়া প্রথম দল হিসেবে নাম লেখায় কাতার।
তাইয়ো
আট বছর বয়সী ছোট্ট ভোদড় তাইয়ো। কাতার বিশ্বকাপে জার্মানীর-জাপানের ম্যাচের আগে জাপানের জয়ের ভবিষ্যদ্বানী করে সে। তার এই ভবিষ্যদ্বাণীর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে চার বারের বিশ্বকাপ জয়ী জার্মানীকে ২-১ গোলে পরাজিত করে জাপান।আর এরপর থেকেই এই অভূতপূর্ব ফলাফলের ভবিষ্যদ্বাতা ছোট্ট তাইয়ো বেশ বিখ্যাত হয়ে যায়।
তাইয়োর বিজয়ী নির্বাচনের পদ্ধতিটাও বেশ মজার। তার সামনে রাখা হয় তিনটি ঝুড়ি। একটির উপর জার্মানীর পতাকা, একটিতে জাপানের পতাকা,অন্যটিতে ফলাফল ড্র হবে এমনটা লেখা। এরপর তাইয়োর হাতে দেয়া হয় একটি ছোট আকারের বল। যেই পাত্রে বলটি সে ফেলবে ধরে নেয়া হবে সেই ফলাফলটিই বেছে নিচ্ছে সে। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তাইয়ো হাতে বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বলটি জাপানের পতাকা সম্বলিত পাত্রে ফেলে। এই ভবিষ্যদ্বাণী পরবর্তীতে সবাইকে চমকে দেয়।
টবি
এবারের বিশ্বকাপের এই পর্যন্ত সবচেয়ে অপ্রত্যাশিত ম্যাচের ফলাফলটির সফল ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছে দুবাইয়ের পেঙ্গুইন টবি। সেই ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হয়েছিল সৌদি আরব। আর এই জয়ের আগাম খবর জানিয়েছিল টবি। ঠিক এরপর থেকে সে বনে যায় হিরো।
কিন্তু এই সফলতার আনন্দ উদযাপনেই মাতোয়ারা হয়ে থাকেনি টবি। বরং পরপরই কোস্টারিকার বিপক্ষে স্পেনের জয়েরও সফল ভবিষ্যদ্বাণী করেছে সে।
গেনটো প্রজাতির এই পেঙ্গুইনটি বর্তমানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল স্কাই দুবাইয়ের ইনডোর রিসোর্টে । পরপর দুইটি সফল ভবিষ্যদ্বাণীর পর অনেকেই তাকে দেখছেন অক্টোপাস পলের উত্তরসূরী হিসেবে।
নাফিসা ইসলাম মেঘা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।