এক ম্যাচেই ১০ লাল কার্ড!


এফই অনলাইন ডেস্ক | Published: November 07, 2022 17:59:01 | Updated: November 07, 2022 20:41:40


এক ম্যাচেই ১০ লাল কার্ড!

গোল উদযাপন নিয়ে কত বিচিত্র ঘটনাই তো হয়ে থাকে ফুটবলে। তবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রেসিং ক্লাবের মিডফিল্ডার কার্লোস আলকারাসের উদযাপন নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেছে। এর প্রেক্ষিতে লাল কার্ড দেখানো হয়েছে ১০ জনকে!

রেসিং ও বোকা জুনিয়র্সের লড়াইয়ে অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা চলছিল। এরপর ১১৮তম মিনিটে ক্রস থেকে হেডে দলকে আনন্দে ভাসান আলকারাস।

কিন্তু এরপর বোকার সমর্থকদের সামনে বুনো উল্লাস করে বিপত্তি বাধান তিনি। ভিডিও ক্লিপসে দেখা গেছে যে, বোকার ভক্তরা আলকারাসের কান টেনে ধরেছে এবং তার দিকে একটি বল ছুড়ে মারছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। পরিস্থিতি সামাল দিতে কাতার বিশ্বকাপের রেফারিদের একজন ফাকুন্দো তেয়োকে পার করতে হয় ব্যস্ত সময়। লাল কার্ড দেখান বোকার সাতজনকে। আর রেসিংয়ের লাল কার্ড পান আলকারাসসহ তিনজন।

ম্যাচে বোকাকে প্রথমে এগিয়ে দেন নরবেত্রো ব্রিয়াসকো। এরপর রেসিংয়ের হয়ে সমতা টানেন মাতিয়াস রোহাস।

Share if you like