এক দিনে কোভিড রোগী শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে


FE Team | Published: September 09, 2022 18:17:04 | Updated: September 10, 2022 11:21:15


এক দিনে কোভিড রোগী শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে

দেশে গত এক দিনে আরও ২৭৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়, এই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। একদিন আগেই শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশে পৌঁছায়। বুধবার ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল শনাক্তের হার।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩১ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

Share if you like