আওয়ামী লীগ সরকার এখন পতনের মুখে বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “আজকে জনগণের মধ্যে একটা রব উঠেছে যে আর এই স্বৈরাচার টিকতে পারবে না।
“আমরা বিশ্বাস করি, সময় বেশি নেই। ইনশাল্লাহ এদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে এদেশে পূর্ণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ একথা বলেন।
সরকারকে বিদায় করতে সব পেশাজীবীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তাদের অপশাসনে এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তারা রাস্তায় নামা শুরু করেছে। বিগত দিনের গণসমাবেশগুলো তার প্রমাণ।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মেহেদি হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোসাদ্দেক হোসেন ডাম্বেল, অধ্যাপক এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. সিদ্দিকুর রহমান, ডা. সাঈদ মাহবুব উল কাদির, শেখ ফরহাদ, আনোয়ার হোসেন মুকুল, যুব দলের গোলাম মওলা শাহিন বক্তব্য রাখেন।