জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, তারা ইরানের একটি শিয়া মাজারে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে। ইরান এ হামলার জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভের ঘূর্ণিপাকের মধ্যে বুধবারের এ হামলার ঘটনায় দেশটিতে উত্তেজনা আরও বেড়েছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে যে শিরাজের শাহ চেরাগ মাজারে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এ হামলার জন্য ‘তাকফিরি সন্ত্রাসীদের’ দায়ী করেছে; ইসলামিক স্টেটের মতো সুন্নি জঙ্গিদের বোঝাতে তেহরান এ আখ্যা ব্যবহার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইএস এর আগেও ইরানে চালানো বিভিন্ন হামলার দায় স্বীকার করেছিল। এর মধ্যে ২০১৭ সালে দেশটির পার্লামেন্টএবং ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেনির মাজারে চালনো প্রাণঘাতী হামলা অন্যতম।