Loading...
The Financial Express

ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা: আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড


ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা: আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দণ্ডিত রবিউল দিনাজপুরের বিরল উপজেলার ভীমপুর গ্রামের খতিব উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রবিউল ঘোড়াঘাট উপজেলা পরিষদের মালি পদে কর্মরত ছিলেন। হত্যাচেষ্টা ঘটনার অনেক আগে ইউএনও ওয়াহিদা খানম অন্য একটি অপরাধে তাকে বরখাস্ত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে হাতুড়ি দিয়ে তাকে এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার চেষ্টায় আহত করে পালিয়ে যান বরিউল।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তারা সুস্থ হন।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়ারঘাট থানায় একটি মামলা করেন। মামলাটি পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে একই বছরের ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করে তারা। পরে রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

তদন্ত শেষে তৎকালীন গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এই মামলায় ৫১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

Share if you like

Filter By Topic