ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রতিবছরের মত এবারও ১ নভেম্বর থেকে আয়কর সেবা মাস শুরু করেছিল এনবিআর। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর বিবরণী দাখিলের সুযোগ ছিল করদাতাদের।
তবে অর্থনৈতিক সংকটের কারণে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এফবিসিআইয়ের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েও এ দাবি জানানো হয়েছিল।
বুধবার আয়কর দিবসের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ‘আয়কর সেবা মাস’ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন দেওয়া যাবে।
“আমরা চাইছি রিটার্ন জমা বাড়াতে। মানুষকে আরও বেশি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
এনবিআরের সদস্য (আয়কর নীতি) শামসুদ্দিন আহমেদ বলেন, ২৯ নভেম্বর পর্যন্ত মোট ২৪ লাখ করদাতার আয়কর রিটার্ন রাজস্ব বোর্ডে জমা পড়েছে, গতবছর একই সময়ে জমা পড়েছিল ১৭ লাখ রিটার্ন।
“এক মাস সময় বাড়ানোয় রিটার্ন জমার সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।”
দেশে বর্তমানে করদাতা শনাক্তকরণ নম্বরধারী নাগরিক আছেন ৮২ লাখের বেশি। চলতি অর্থবছর থেকে ব্যাংক ঋণ নেওয়াসহ ৩৮টি সেবার ক্ষেত্রে আয়কর জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মহামারীর কারণে গত দুই বছর ওই সময় একমাস বাড়ানো হয়েছিল, এবারও তাই হল।