বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকের নতুন সময় কার্যকর হওয়ার দিন থেকেই বন্ধ ছিল সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম; এখন আনুষ্ঠানিকভাবে তা বন্ধের ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ অগাস্ট থেকে ব্যাংকের কার্যক্রম চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সে সময় জারি করা সার্কুলারে বন্দর শাখাগুলো আগের নিয়মে ২৪ ঘণ্টা চালু থাকার বিষয়টি উল্লেখ থাকলেও সান্ধ্য ব্যাংকিং সম্পর্কে সে সময় কিছু বলা ছিল না। নির্দেশনা না থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো সান্ধ্য ব্যাংকিং বন্ধ রাখে।
বিষয়টি আলোচনার জন্ম দিলে কেন্দ্রীয় ব্যাংক এখন সান্ধ্য ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাল।
মঙ্গলবারের সাকর্কুলারে বলা হয়, “বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।”
বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়।
২০১২ সালের দেওয়া সার্কুলার অনুযায়ী, নিদিষ্ট অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা সান্ধ্য ব্যাংকিং করতে পারত অনুমোদিত কিছু ব্যাংক শাখা।