আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
‘খেলা হবে’ স্লোগান দিয়ে ওবায়দুল কাদের বলেন, “এ খেলা হবে আগামী বছরের ডিসেম্বর-জানুয়ারিতে। ফাইনাল খেলা… বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসবে।
“বিএনপি বলুক, পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আমরা সংবিধানে হাত দেব না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরা বিএনপির গণতন্ত্র দেখেছি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি।”
বিএনপিকে ‘ভোট চোর’ আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, ১৫ ফ্রেবুয়ারির নির্বাচনে বিএনপি ভোট ‘চুরি’ করেছে। তারা ১ কোটি ২৩ লাখ ‘ভুয়া ভোটার বানিয়েছিল’।
বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলেও সরকার পতন হবে না এবং সংসদে আরো ৩০০ সদস্য আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।