অ্যাপেই ভিডিও সম্পাদনার নতুন টুল আনলো টিকটক


FE Team | Published: October 08, 2022 17:28:34 | Updated: October 09, 2022 13:27:26


অ্যাপেই ভিডিও সম্পাদনার নতুন টুল আনলো টিকটক

অ্যাপের নতুন আপডেট আনার খবর দিয়েছে টিকটক আর এতে আছে ভিডিও সম্পাদনার নতুন টুল। এর ফলে অ্যাপ থেকে বের না হয়েই (থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার না করেই) বিভিন্ন ক্লিপ, সাউন্ড, ছবি এমনকি ভিডিও’র লেখাও সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারী।

টিকটক নতুন এই আপডেটের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার, ৬ অক্টোবর। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

টিকটক এখন একটি ‘ভিডিও এডিটর’

প্ল্যাটফর্মে আগে থেকেই কয়েকটি প্রাথমিক ভিডিও এডিটিং টুল ছিল, তবে বৃহস্পতিবারের আপডেট এই সব টুলকে আরও উন্নত করেছে। উদাহরণ হিসেবে, ব্যবহারকারী এখন ভিডিও ও সাউন্ড জমা করতে, কাটতে এবং আলাদা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক বলছে- “অন্য ভাষায় বলা চলে, টিকটক এখন আদতে একটি বেসিক ভিডিও এডিটর।”

বিভিন্ন ক্লিপে টেক্সট যোগ ও এডিট করা আগের চেয়ে সহজ হয়েছে। এ ছাড়া, ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধার জন্য ছবি ও বিভিন্ন ‘ভিডিও ওভারলে’ যোগ করার একটি অপশনও যোগ হয়েছে এতে।

অন্যান্য নতুন টুলের মধ্যে আছে ভিডিও’র গতি সামঞ্জস্য করার, বিভিন্ন ক্লিপ ‘রোটেট’ বা ‘জুম’ করার ও বিভিন্ন সাউন্ড ইফেক্ট যোগ করার সুবিধা।

টিকটক বলছে, এই সব নতুন টুল ব্যবহারকারীর “সৃজনশীলতায় আরও বেশি স্বাধীনতা” উপভোগের সুযোগ দেবে।

“সতর্কতার সঙ্গে এডিট করা রেসিপি থেকে টিউটোরিয়াল ও বিভিন্ন দৈনিক ভ্লগ, টিকটকে অনেক আকর্ষণীয় ভিডিও তৈরি করেছেন অনেক প্রতিভাবান গল্প কথক, যারা ভিডিও’র প্রতিটি কাট, ক্লিপ ও ট্রানজিশনেই নিজস্ব সৃজনশীলতার ছাপ রাখেন।”

“টিকটকে কনটেন্ট দিয়ে কী করা সম্ভব, সেটি বিস্তৃত করতে আমরা বেশ কয়েকটি উন্নত ক্রিয়েশন ও এডিটিং টুল এনেছি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলে এটি পাওয়া যাচ্ছে।”

শীঘ্রই আসছে আরও নতুন ফিচার

টিকটকের সবশেষ আপডেটে আসছে আরও বেশ কয়েকটি নতুন ফিচার। ‘ফটো মোড’ নামে একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। এটি নতুন একটি ‘ক্যারোসেল ফরম্যাট’, যা টিকটকে ‘সাউন্ডট্র্যাক’সহ উন্নতমানের ছবি শেয়ার করতে দেবে ব্যবহারকারীকে। এ ছাড়া, পোস্টে আরও বড় বর্ণনা যোগ করার সুযোগ আসছে।

“আমরা আশাবাদী যে নির্মাতার শেয়ার করা বিভিন্ন গল্প কিছু বাড়তি জায়গা পাবে ভিডিও বা ফটো মোডে, যা নিজেদের প্রকাশ ও অন্যদের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ করতে তাদের আরও সুযোগ দেবে।”

কয়েক মাস আগে ‘নিয়ারবাই’ নামে একটি নতুন ফিড পরীক্ষা শুরু করেছিল টিকটক, যা ব্যবহারকারীর লোকেশনের ভিত্তিতে বিভিন্ন স্থানীয় কনটেন্ট প্রচার করে। সম্প্রতি ‘টিকটক নাও’ নামে একটি ফিচার এসেছে প্ল্যাটফর্মটিতে, যা অনেকটা জনপ্রিয় ‘বিরিয়েল’ অ্যাপের মতো কাজ করে।

টিকটক বলছে, এখন বিশ্বজুড়েই ব্যবহারকারীর কাছে পৌঁছাচ্ছে এই সব নতুন ফিচার। এ ছাড়া, ‘আইওএস’ ব্যবহারকারীর জন্য ‘অ্যাপ স্টোরে’ বিনামূল্যেই মিলছে টিকটক অ্যাপ।

Share if you like