Loading...
The Financial Express

অর্ধশতক গোসল না করা ইরানি মারা গেলেন ৯৪ বছর বয়সে

| Updated: October 26, 2022 19:00:29


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

অর্ধশতকেরও বেশি সময় ধরে গোসল না করে গণমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি’ হিসেবে পরিচিতি পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন।

রোববার ৯৪ বছর বয়সী আমুর মৃত্যু হয়েছে বলে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

দশকের পর দশক গোসল না করে থাকতে পারলেও অনেক চাপাচাপির পর মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি গায়ে পানি ঢেলেছিলেন বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অসুস্থ হয়ে যেতে পারেন. এই ভয়ে দীর্ঘকাল তিনি গায়ে পানি বা সাবান লাগাননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে বসবাস করতেন আমু। তাকে গোসল করাতে তার গ্রামের বাসিন্দারা একাধিকবার উদ্যোগ নিলেও তা কাজে আসেনি।

তবে শেষ পর্যন্ত তিনি চাপের কাছে নতি স্বীকার করে মাসকয়েক আগে গোসল করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ওই গোসলের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রোববার মারা যান, বলেছে ইরনা।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমু তার প্রিয় খাবার হিসেবে শজারুর নাম বলেছিলেন। তিনি মাটিতে থাকা একটি গর্ত ও দেজগাহ গ্রামের উদ্বিগ্ন প্রতিবেশীদের বানানো ইটের একটি খুপরি ঘরে থাকতেন।

তরুণ বয়স থেকেই গোসল নিয়ে ভীতি কাজ করা শুরু করে আমুর। ওই ভয় থেকেই অনেকগুলো দশক ওই পথ মাড়াননি তিনি।

বছরের পর বছর গোসল না করায় তার চামড়াজুড়ে খোসপাঁচড়া ছড়িয়ে পড়ে; তার খাদ্য তালিকায় ছিল পঁচা মাংস আর পুরনো তেলের কৌটায় অস্বাস্থ্যকর পানি পান করা।

২০১৮ সালে তোলা একটি ছবিতে আমুকে ইরানের দক্ষিণ পশ্চিমের ফারস প্রদেশের দেহরাম জেলার দেজগাহ গ্রামের এক প্রান্তে দেখা যায়। সিগারেট টানতেও পছন্দ করতেন তিনি। অন্তত একটি ছবিতে তাকে একসঙ্গে কয়েকটি সিগারেট টানতেও দেখা গেছে।

গোসল করানোর কিংবা স্বাস্থ্যকর পানি খাওয়ানোর চেষ্টা আমুকে ‘কষ্ট দিত’, বলেছে বার্তা সংস্থা ইরনা।  

তবে তিনিই সবচেয়ে বেশিদিন গোসল না করে থাকা ব্যক্তি ছিলেন কিনা তা নি বিতর্ক আছে।

ভারতের এক ব্যক্তি ৩৫ বছর টানা দাঁত মাজেননি বলে ২০০৯ সালে খবরও বেরিয়েছিল। এরপর ওই ব্যক্তির কী হয়েছিল, এখন পর্যন্ত তা জানা যায়নি।

Share if you like

Filter By Topic