অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গাংনী বাজারের একটি কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জুবায়ের হোসেন উজ্জ্বল, রবিউল ইসলাম, বিপুল হোসেন, মালসাদহ গ্রামের চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ গাংনী বাজারে শিপুর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে এই অভিযান চালায় উল্লেখ করে ওসি আব্দুর রাজ্জাক বলেন, শিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত হয়। এর মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে। মঙ্গলবার রাতেও তারা সেখানে বসেছিল।
“তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল জব্দ করে প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়। মোবাইল পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই তাদের ছয়জনকে আটক করা হয়। মোবাইলের ১৪টি সিম জব্দ করা হয়েছে।”
জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার আজমল হোসেন বলেন, আটককৃতদের মোবাইল ডিভাইসসহ আর্থিক লেনদেনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।