Loading...
The Financial Express

  সৈয়দপুরে বিমানযাত্রীর সঙ্গে নভোএয়ার কর্মীর হাতাহাতি, দুই যাত্রী আটক ৫ ঘণ্টা

| Updated: December 12, 2022 16:54:22


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

সময়মতো ফ্লাইট না ছাড়ায় সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের কর্মচারীদের সঙ্গে হাতাহাতির পর আটক দুই যাত্রীকে পাঁচ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, মুচলেকা নিয়ে আটক দুই যাত্রীরকে রোববার দুপুর ২টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এই দুই যাত্রী হলেন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা ব্যবসায়ী জসিম উদ্দিন সরকার ও রংপুরের চিকিৎসক শরীফুল ইসলাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ, নভোএয়ার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। যাত্রা বিলম্বিত হলে যাত্রীদের জানানো হয় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ফ্লাইট বিলম্বিত হবে। এর মধ্যে অন্য একটি সংস্থার উড়োজাহাজ এই বিমানবন্দরে অবতরণ করলে নভোএয়ারের অপেক্ষমান যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন।

এক পর্যায়ে যাত্রীরা নভোএয়ারের ডেস্কে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই সময় নভোএয়ারের ওই ফ্লাইটের দুজন যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রী শরীফুল ইসলাম বলেন, জরুরি কাজে ঢাকা যাওয়ার কথা ছিল। এজন্য আজ নভোএয়ারের সকাল ৯টার ফ্লাইটে টিকিট কাটেন।

“যথাসময়ে সৈয়দপুরবিমান বন্দরে হাজির হয়েছিলাম। কিন্তু বিমান বিলম্বের কারণ জানতে চাইলে নভোএয়ারের ম্যানেজার আমাদের মারতে আসেন। এক পর্যায়ে তিনিসহ নভোএয়ারের কর্মকর্তা কর্মচারীরাও যাত্রীদের হেনস্তা করেন। এ সময় তারা নিজেরাই নিজেদের ডেক্সে ভাংচুর করে আমাদের উপর দোষারোপ শুরু করেন।”

তিনি অভিযোগ করেন, এতে অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করলে সিভিল এভিয়েশনের কর্মীরা তাকেসহ আরেক যাত্রীকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত আটক করে রাখে।”

অপর আটক যাত্রী জসিম উদ্দিন সরকার বলেন, “আমরা কোনো ভাংচুর করিনি। আমাদের অপরাধ কী তাও জানি না। অথচ ওই বিমানের বাকি ৬২ জন যাত্রীকে বেলা ১২টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।”

বিকালে ঢাকা থেকে এসে নভোয়ারের হেড অব মার্কেটিং (অপারেশন) এ আর এম সাদাত, সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বসে বিষয়টি মীমাংসা করেন বলে তিনি জানান।

নভোএয়ারের হেড অব মার্কেটিং এ আর এম সাদাত বলেন, “যেহেতু তারা আমাদের সম্মানিত যাত্রী তাই আমরা বিষয়টি সহজভাবে নিয়েছি। আটক দুই যাত্রী আবেগে কিছু ভাঙচুর করেছেন। তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত। তাই বিষয়টি এখানে নিস্পত্তি হয়েছে।”

সৈয়দপুর থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

Share if you like

Filter By Topic