‘মুলার ট্রফি’ জিতে লেভানদোভস্কি বললেন, ‘অনেক গোলের সুযোগ পাব’


এফই অনলাইন ডেস্ক | Published: October 18, 2022 10:02:34 | Updated: October 19, 2022 10:38:12


‘মুলার ট্রফি’ জিতে লেভানদোভস্কি বললেন, ‘অনেক গোলের সুযোগ পাব’

আর্লিং হলান্ডের প্রসঙ্গ টেনে মজা করলেন দিদিয়ের দ্রগবা। কম যাননি রবের্ত লেভানদোভস্কিও। দ্রগবার কথার জবাব দিতে পোলিশ স্ট্রাইকার বললেন, ভুরিভুরি গোল করার সুযোগ আসবে তার সামনেও। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গতবার ব্যালন ডি’অর জেতা লেভানদোভস্কি এবার পেয়েছেন বর্ষসেরা স্ট্রাইকারের স্বীকৃতি ‘জার্ড মুলার ট্রফি’। বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফরোয়ার্ড এ নিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের নামানুসারে দেওয়া এই পুরস্কার।

প্যারিসে সোমবার ট্রফি নেওয়ার সময় লেভানদোভস্কির সঙ্গে মজা করেন কোত দি ভোয়ার সাবেক তারকা দ্রগবা। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হলান্ড জ্বলছে-এমন কথা বলে লেভানদোভস্কির কাছে জানতে চান, আবারও ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে তিনি আশাবাদী কিনা। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডও প্রত্যয়ী কণ্ঠে দিয়েছেন উত্তর।

“মৌসুমটা খুবই দীর্ঘ এবং আমি জানি এটা আমার জন্য নতুন অধ্যায় (বার্সেলোনায় আসা)। এখানে একেবারে শুরু থেকে এই সতীর্থদের নিয়ে আমাদের দারুণ সম্ভাবনা দেখছি এবং আমিও অনেক গোল করার সুযোগ পাব।”

চলতি মৌসুমে লা লিগায় এ পর্যন্ত ৯ গোল করেছেন লেভানদোভস্কি; চ্যাম্পিয়ন্স লিগে জালের দেখা পেয়েছেন পাঁচবার। তবে লিগে তার দল বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকলেও ইউরোপ সেরার আসরে গ্রুপ পর্বে ধুঁকছে।

এবারের ব্যালন ডি’অর জিততে না পারলেও হতাশ নন লেভানদোভস্কি। বরাবরের মতো সামনের দিনগুলোতেও নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চান তিনি।

“আমি এটা পাওয়া নিয়ে ভাবি না। কি করতে পারি, সেটা নিয়ে ভাবি। আমার কাছে বিষয়গুলো এরকম-কঠোর পরিশ্রম করে সেরা পারফরম্যান্স মেলে ধরা।”

“ফুটবল সবসময় এমন, নতুন কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এখন আমার সামনেও নতুন চ্যালেঞ্জ (বার্সেলোনায়) এবং আমি প্রথম পদক্ষেপের জন্য প্রস্তত। ভবিষ্যতে আমি যেন আরও ভালোভাবে কাজগুলো করতে পারি এবং বর্তমানে যেখানে আছি, সেখানে আমি খুশি।”

Share if you like