বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দুই বছর পর আবার শুরু হলো টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।
ইস্পাহানি মির্জাপুর ও চ্যানেল আই’য়ের পৃষ্ঠপোষকতায় এটা পঞ্চম বাংলাবিদের পঞ্চম আয়োজন।
বুধবার ঢাকায় চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বাংলাবিদ’র পঞ্চম বর্ষের নিবন্ধন চলবে, যেখানে দেশের সকল বিভাগের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিকভাবে অংশ নিতে পারবে। তবে আটটি বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লা শহরেও প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ও নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে।
তারা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর স্টুডিও রাউন্ডে অংশ নিয়ে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বে, যা চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।
তারপর ২০টি পর্বের প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
এবারের বাংলাবিদের বিচারক থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, কথা সাহিত্যিক আনিসুল হক এবং অভিনেত্রী-নির্দেশক ত্রপা মজুমদার।
চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে এই পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
তিনি বলেন, “ভাষা মানেই বিবর্তন। বিবর্তিত হতে হতে আজকের বাংলা ভাষার বয়স হাজার বছর। আজ মাত্র ৫ বছরের শিশু এই বাংলাবিদ। একদিন তার বয়স কত হবে, আমি জানি না। হয়ত বাংলা ভাষার মতো হাজার হাজার বছর ধরে সে বেঁচে থাকবে।”
আনিসুল হক বলেন, “ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ টেলিভিশন শো হিসেবে এটা (বাংলাবিদ) লেখা থাকবে। বাংলা ভাষা নিয়ে এরকম একটা অনুষ্ঠান হতে পারে, সেটা অভাবনীয়।”
‘বাংলায় জাগো ভরপুর’ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করছে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে চতুর্থ বর্ষের আয়োজন শুরু করেও তা শেষ করতে পারেনি।
সেইসময়ের কথা স্মরণ করে ইস্পাহানি টি লিমিটেডের উপ-মহাপরিচালক এস এম ফজলে রাব্বি বলেন, “পরপর ৩ বছর আমরা সফলভাবে বাংলাবিদের আয়োজন করেছি। কিন্তু চতুর্থবার চারটি অডিশনের পরই করোনা সংক্রমণের জন্য শিশু-কিশোর ও অভিভাবকদের কথা মাথায় রেখে আমাদেরকে অনুষ্ঠান স্থগিত করতে হয়। কিন্তু আড়াই বছরে আমাদের আবেদন একটুও কমেনি, বরং বেড়েছে।”
“মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছিল যে বাংলাবিদ কবে শুরু হবে। তাই সবার আগ্রহের কথা মাথায় রেখে এটা আবার শুরু হচ্ছে। আমরা মনে করি, এই অনুষ্ঠানের মাঝ দিয়ে সবাই শুদ্ধ বাংলা চর্চায় অনুপ্রাণিত হবে। বাংলা সংস্কৃতি ঐতিহ্যকেও তুলে ধরবো।”
উদ্বোধনী অনুষ্ঠানে ড. সৌমিত্র শেখর, অভিনেতা-নির্দেশক আতাউর রহমানও উপস্থিত ছিলেন।