Loading...
The Financial Express

‘খুনির দল’ যেন আর ক্ষমতায় না আসে: প্রধানমন্ত্রী

| Updated: December 05, 2022 09:07:47


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন। ছবি: পিআইডি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন। ছবি: পিআইডি।

বিএনপি-জামায়াতকে ‘খুনির দল’ আখ্যায়িত করে তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। কারণ ওই জামাত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল, জাতির পিতার হত্যাকারীদের মদদদানকারীর দল। এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে।

“কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে, আর যেন তারা এদেশে আসতে না পারে।”

রোববার বিকালে বন্দরনগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচনের এক বছর বাকি থাকলেও পলোগ্রাউন্ডের এ জনসভা কার্যত নির্বাচনী জনসভায় পরিণত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে শেখ হাসিনা কেন দেশে ফিরেছিলেন, সেই ব্যাখ্যা করেন জনসভায়।

তিনি বলেন, “আজকে বাবা, মা, ভাই– সব হারিয়ে ফিরে এসেছি বাংলার মানুষের জন্য। কেন? এই দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খাবে, তাদের বাসস্থান হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, উন্নত জীবন পাবে, সেজন্য।

“বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ; সেই বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব- আমরা যেন সেইভাবে বাংলাদেশকে গড়তে পারি।”

বর্তমান সরকারের আমলেই যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে দেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা চাই যে- এই বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধাপরাধী, খুনির দল ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিতে ছিনিমিনি খেলতে না পারে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

Share if you like

Filter By Topic