‘এই বুড়োর গান শুনতে মানুষের আগ্রহ আনন্দ দেয়’


এফই অনলাইন ডেস্ক | Published: October 13, 2022 11:18:51 | Updated: October 13, 2022 17:42:23


ফাইল ছবি

আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমনের ‘তোমাকে চাই' অ্যালবামের ৩০ বছর পূর্তিতে ঢাকায় তার কনসার্টের আয়োজন প্রস্তুতি সারা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ উপলক্ষে বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে কবীর সুমনের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সুমন বলেন, “অত্যন্ত আনন্দিত বাংলাদেশে বসে গাইব। আমার বয়স প্রায় ৭৪। এখনও যে এই বুড়োর গান শোনার জন্য মানুষের এত আগ্রহ, এটা আনন্দ দেয়। আগ্রহী দর্শকদের বেশিরভাগই তরুণ, এটাও আমার জন্য অত্যন্ত আনন্দের।”

সুমন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি গিটার বাজিয়ে নয়, কি-বোর্ড বাজিয়ে গান গাইবেন।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিন ব্যাপী ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে ১৫ অক্টোবর কবীর সুমন গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর অনুষ্ঠানটি শেষ হবে আধুনিক বাংলা গান দিয়ে।

আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র ফুয়াদ বিন ওমর ও মীর আরিফ বিল্লাহ।

ফুয়াদ বলেন, “এই বয়সেও আমাদের আয়োজনটি নিয়ে তিনি (সুমন) বেশ উচ্ছ্বসিত। তিনি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও সবার জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।”

তিনি জানান, অনুষ্ঠানটির দুই দিনের টিকিটের সবই বিক্রি হয়ে গেছে।

আয়োজকরা জানান, ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ১৫ ও ২১ অক্টোবরের টিকিট শেষ হয়ে গেছে। ১৮ অক্টোবরের টিকেটও শেষের পথে।

দেশ ও দেশের বাইরে থেকে অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। তবে সেক্ষেত্রেও আলাদা টিকিট সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

 

Share if you like