‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষ’–এর রাজশাহী বিভাগের বাছাই পর্ব শুক্রবার


এফই অনলাইন ডেস্ক | Published: February 15, 2023 19:06:10 | Updated: February 16, 2023 18:17:48


‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষ’–এর রাজশাহী বিভাগের বাছাই পর্ব শুক্রবার

বাংলা মাতৃভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদপঞ্চম বর্ষ-এর রাজশাহী বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর নগরের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগীয় এ প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন প্রায় নয় হাজার শিক্ষার্থী।

নিবন্ধিত শিক্ষার্থীদের শুক্রবার সকাল ৯ টায়  শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

বাংলাদশের র্শীষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

দেশসেরা বাংলাবিদ জিতে নিবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় তৃতীয় স্থান তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়াও প্রথম দশজন প্রতিযাগী পাবে ১টি করে  ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

Share if you like