৬৯ বারের মত পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ


FE Team | Published: October 02, 2022 19:11:19 | Updated: October 02, 2022 22:11:05


৬৯ বারের মত পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরির মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পেছালো।

রোববার ঢাকা মহানগরের মুখ্য হাকিম আরাফাতুল রাকিব চৌধুরী আগামী ১৬ নভেম্বর প্রতিবেদন জমার পরবর্তী তারিখ রেখেছেন।

এর আগে ১৭ অগাস্ট প্রতিবেদন জমার পূর্ব নির্ধারিত তারিখ থাকলেও তা জমা না দেওয়ায় ২ অক্টোবর দিন রেখেছিল আদালত। এবারেও তা জমা না দেওয়ায় এ নিয়ে তা ৬৯ বারের মত পেছালো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এস আই শাহ আলম বলেন, তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম রোববার নির্ধারিত তারিখে প্রতিবেদন জমা দিতে পারেননি।

 à¦¤à¦¦à¦¨à§à¦¤ কতদূর এগুলো জানতে রাযহানুলকে আদালত পুলিশ কয়েকবার ফোন দিলেও কোন সাড়া পাওয়া যায়নি।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ‘জালিয়াতি করেসুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপিন্সে পাঠানো হয়েছিল।

দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা।

পরে ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা; অর্থপাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।

২০১৭ সালের ১৬ মার্চ মামলাটির তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিল আদালত। এরপর দফায় দফায় সময় নিয়েও তা জমা দিতে পারেনি তদন্ত সংস্থাটি।

Share if you like