Loading...
The Financial Express

৩২ বছর পর নাম বদলাচ্ছে ‘মাইক্রোসফট অফিস’

| Updated: October 16, 2022 10:27:46


৩২ বছর পর নাম বদলাচ্ছে ‘মাইক্রোসফট অফিস’

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এখনও ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের মতো বিভিন্ন অ্যাপের অস্তিত্ব থাকলেও, এর ব্র্যান্ডের নাম ‘অফিস’ থেকে বদলে ‘মাইক্রোসফট ৩৬৫’ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট অফিস প্রথম চালু হয় ১৯৯০ সালে। উইন্ডোজের পর সম্ভবত জনসাধারণের সবচেয়ে বেশি ব্যবহৃত মাইক্রোসফট পণ্য এটিই। আর উন্মোচনের ৩২ বছর পর এটি নিচ্ছে নতুন নাম।

প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাস থেকে প্রথমে এই পরিবর্তন আসবে ‘অফিস ডটকমের’ বিভিন্ন অনলাইন অ্যাপে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

২০২৩ সালের জানুয়ারিতে একই পথ অনুসরণ করবে উইন্ডোজ ১০, ১১ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা বিভিন্ন ‘অফিস’ অ্যাপ।

ওই আপডেটের পর নতুন লোগোসহ এই সব অ্যাপের নাম বদলে হয়ে যাবে ‘মাইক্রোসফট ৩৬৫’। এখনও দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ‘O (ও)’র মতো হলেও, এটি অফিসের লোগো থেকে কিছুটা ভিন্ন চেহারার ও হবে।

এই পরিবর্তন সম্পর্কে মাইক্রোসফটের প্রশ্নোত্তর (এফএকিউ) পেইজ বলছে, বিদ্যমান বিভিন্ন মাইক্রোসফট অফিস অ্যাপের পাশাপাশি ‘ওয়ানড্রাইভ’, ‘মাইক্রোসফট টিমস’সহ বেশ কিছু ফিচার থাকবে মাইক্রোসফট ৩৬৫-তে।

অন্যদিকে, কোম্পানি এটিও বলছে যে অন্তত কিছু সময়ের জন্য হলেও অফিস ব্র্যান্ডটির অস্তিত্ব থাকবে। কারণ, চলতি ‘অফিস ৩৬৫’ অ্যাকাউন্টগুলোর নাম এখনও বদলে যায়নি।

আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ড, এক্সেলসহ অন্যান্য অফিস অ্যাপের স্থায়ী লাইসেন্স করা সংস্করণ মাইক্রোসফট এখনও বিক্রি করবে ‘অফিস ২০২১’ নামে।

কোম্পানি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্তত আরেকবার বিভিন্ন অফিস সুটের স্থায়ী লাইসেন্স আনবে তারা। তবে, এতে ‘অফিস’ নামটিই থাকবে অথবা এটি বদলে ‘মাইক্রোসফট ৩৬৫’ হবে কি না, ওই বিষয়ে কোনো তথ্য মেলেনি।

প্রতিবেদন অনুযায়ী, ‘মাইক্রোসফট’ নাম যোগ করা সবশেষ মাইক্রোসফট পণ্য হলো অফিস। প্ল্যাটফর্মটির ম্যালওয়্যার স্ক্যানার ‘উইন্ডোজ ডিফেন্ডারের’ নাম বদলে ‘মাইক্রোসফট ডিফেন্ডার’ হয়েছে ২০১৯ সালের মাঝামাঝিতে।

‘ইনফিউজড ইনোভেশন’ নামে পরিচিত এক পেইজ মাইক্রোসফট-ব্রান্ডেড আটটি পণ্যের নাম পরিবর্তনের কথা উল্লেখ করেছে। সেগুলো হলো-

  • মাইক্রোসফট থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার।

  • মাইক্রোসফট ডিফেন্ডার অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট।

  • অফিস ৩৬৫ অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস ৩৬৫।

  • মাইক্রোসফট ক্লাউড অ্যাপ সিকিউরিটি নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস।

  • অ্যাজিওর অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইডেন্টিটি।

  • অ্যাজিওর সিকিউরিটি সেন্টার/ অ্যাজিওর ডিফেন্ডার নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড।

  • অ্যাজিওর ডিফেন্ডার ফর আইওটি নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইওটি।

  • অ্যাজিওর সেন্টিনেল নাম বদলে হবে মাইক্রোসফট সেন্টিনেল।

আর্স টেকনিকার প্রতিবেদন বলছে, উইন্ডোজ ও এক্সবক্স নাম দুটি যথেষ্টই পোক্ত, ফলে এদের নাম বদলে ‘মাইক্রোসফট ওএস’ বা ‘মাইক্রোসফট বক্স’ হওয়ার সম্ভাবনা নেই। এর পরও, অফিসের মতো অ্যাপের নাম যদি রিব্র্যান্ডিং সম্ভব হয়, তাহলে পরবর্তীতে কোন অ্যাপ এই পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, সেটি আসলে বলার উপায় নেই।

Share if you like

Filter By Topic