জ্বালানি ও জলবায়ু সংকট বাড়তে থাকায় অনেক দেশই এখন তাদের নাগরিকদেরকে গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিচ্ছে।
একই পথ অনুসরণ করে রোমানিয়া এবার তাদের নাগরিকদের গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধের সঙ্গে স্বাস্থ্যকর জীবনাচরণের প্রয়োজনীয়তাকেও জুড়ে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জিনিসটা পরিষ্কার হবে ইনস্টাগ্রামে আলিনা বজোকিনা নামের এক নারীর শেয়ার করা ভিডিও দেখলে।
ওই ভিডিওতে তাকে একটি বুথের সামনে একে একে ২০ বার উবু (দুই হাঁটু ভাঁজ করে গোড়ালিতে ভর দিয়ে বসা) হতে দেখা যায়।
ক্যামেরা লাগানো বুথটি একজন কতবার উবু হচ্ছে, তা গুণতে পারে।
আলিনা ২০ বার উবু হওয়ার পর মেশিনটির ভেতর থেকে একটি বাসের টিকেট বেরিয়ে আসতে দেখা যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভিডিওটি অক্টোবরে শেয়ার করা হয়েছে; এরই মধ্যে লাখ লাখ লোক ব্যবহারকারী সেটি দেখেছেন; লাইকও পড়েছে এক লাখের বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করা অনেকেই এই স্বাস্থ্যকর উদ্যোগের প্রশংসা করেছেন।
“চমৎকার ধারণা,” বলেছেন এক ব্যবহারকারী।
আরেকজন বলেছেন, “শরীরচর্চা করে টাকা বাঁচানো, সঙ্গে পরিবেশও সংরক্ষণ!!! দয়া করে, আমাকেও অন্তর্ভুক্ত করে নাও।”
“সত্যিই অসাধারণ আইডিয়া,” বলেছেন আরেক ব্যবহারকারী।
এনডিটিভি জানিয়েছে, রোমানিয়ায় খেলাধুলার সবচেয়ে বড় আয়োজন স্পোর্টস ফেস্টিভালের অংশ হিসেবে ২০ বার উবু হওয়ার বিনিময়ে বিনামূল্যে বাসের টিকেট দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্পোর্টস ফেস্টিভালের ওয়েবসাইটে এই বিনামূল্যের টিকেটকে বলা হচ্ছে ‘স্বাস্থ্য টিকেট’।
“স্বাস্থ্য টিকেট, প্রত্যাশা ছাড়ানো সফল সম্প্রদায়ের উদ্দেশ্যে নিবেদিত এই ক্রীড়া প্রকল্পটি ক্লুজ-নাপোকায় ফিরেছে। ক্লুজ-নাপোকা সিটি হল ও স্থানীয় কাউন্সিলের সহযোগিতায় স্পোর্টস ফেস্টিভালের উদ্যোগ নেওয়া কর্মসূচির এটি তৃতীয় ধাপ।
“ভ্রমণকারীরা আবারও সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে ২০ বার উবু হওয়ার বিনিময়ে বিনামূল্যে বাসের টিকেট পেতে যাচ্ছেন,” বলা হয়েছে তাদের ওয়েবসাইটে।