১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল


এফই অনলাইন ডেস্ক | Published: January 20, 2023 19:19:48 | Updated: January 21, 2023 17:57:04


ফাইল ছবি (সংগৃহীত)

গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে, যা শতকরা হিসাবে কোম্পানির প্রায় ৬ শতাংশ কর্মী।

কোম্পানিটি শুক্রবার এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রযুক্তির খাতে এ এক বড় ধাক্কা।

সম্প্রতি একের পর এক তথ্য প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করেছে। মাইক্রোসফট কিছুদিন আগেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার গুগলও একই পথে পা বাড়াল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এনডিটিভি জানায়, এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। এই ছাঁটাইয়ের পর গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা জানা যায়নি।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে গুগলের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, “কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আমার।”

Share if you like