ট্রেন আটকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামের একটি সংগঠন।
বুধবার সকালে এ বিক্ষোভ কর্মসূচির কারণে একাধিক ট্রেন এক ঘণ্টা আটকা থাকে বলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান।
তিনি বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে। এতে জয়দেবপুর স্টেশনে থাকা রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ও আউটার সিগন্যালে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ট্রেন দুটি আটকা পড়ে। উভয়দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিক্ষোভকারীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে-
মাসিক টিকেট ব্যবস্থা পুনরায় চালু করা, জয়দেবপুর ও টঙ্গী জংশনসহ তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, তুরাগ ও টাঙ্গাইল কমিউটার ট্রেনের বগি ও আসন সংখ্যা বাড়ানো, জয়দেবপুর-টঙ্গী ডাবল লাইন ও গাজীপুর-ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চালু, জয়দেবপুর স্টেশনের উন্নয়ন এবং রেলগেইটের সমস্যা দূর করা।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক খান বলেন, “সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন ধরে রেলওয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে দাবিগুলো জানানো হয়েছে।”
কর্মসূচিতে উত্তরবঙ্গ কল্যাণ সমিতি ও পূর্বাঞ্চল ঐক্য পরিষদ নামে আরও দুটি সংগঠন সংহতি প্রকাশ করে।