সিইওর চাকরি খেয়ে টুইটারে মাস্ক পর্বের সূচনা


এফই অনলাইন ডেস্ক | Published: October 28, 2022 11:24:18 | Updated: October 28, 2022 17:21:21


সিইওর চাকরি খেয়ে টুইটারে মাস্ক পর্বের সূচনা

অনেক নাটকের পর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সব আনুষ্ঠানিকতা সেরে এই সোশাল মিডিয়া কোম্পানির মালিক হিসেবে আবির্ভূত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিবিসি জানিয়েছে, টুইটারে মাস্ক পর্বের সূচনা হয়েছে সিইও পারাগ আগরাওয়ালসহ কয়েকজন শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করার মধ্য দিয়ে।  

টুইটারের অধিগ্রহণ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি দীর্ঘ কাহিনীরও যবনিকাপাত ঘটল, যেখানে মাস্কের বার বার মন বদল, টুইটারের বিক্রি হতে না চাওয়া এবং পরে মাস্ককে চুক্তি অনুযায়ী কিনতে বাধ্য করতে আদালতে যাওয়ার মত নাটকীয় উত্থান পতন দেখেছে বিশ্ব।

অধিগ্রহণ চুক্তি সারতে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে পা দিয়েছিলেন নয়া ‘চিফ টুইট’; সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটি সিঙ্ক!

সেই ভিডিও টুইট করে মাস্ক ক্যাপশনে লিখেছিলেন, ‘এন্টারিং টুইটার এইচকিউ – লেট দ্যাট সিঙ্ক ইন’। টুইটারে এখন তিনি নিজের পরিচয় দিচ্ছেন ‘চিফ টুইট’ বলে।

আর অধিগ্রহণ পর্ব সেরে টুইট করে মাস্ক বলেছেন, তার টুইটার কেনার উদ্দেশ্য ‘টাকা বানানো নয়’ ।

Share if you like