Loading...
The Financial Express

সাহিত্যের ফেরিয়ালা অলোক দত্ত: বইমেলায় ২ টি নাটক ৫ টাকায়

| Updated: February 07, 2023 17:25:46


সাহিত্যের ফেরিয়ালা অলোক দত্ত: বইমেলায় ২ টি নাটক ৫ টাকায়

 ‘কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা’

একজন মানুষের যাঁকে পাবেন কলকাতা বইমেলায়। কাঁধে একখানা ঝোলা, যার ভেতরে বই, হাতে ব্যানার।  হ্যাঁ,  অলক দত্তের কথাই বলা হচ্ছে। লেখক, আটির্স্ট,  বইপ্রেমী এবং বইবিক্রেতা অলক দত্ত যাঁকে মানুষ ভালোবেসে নাম দিয়েছে সাহিত্যের ফেরিয়ালা। কেউ কেউ ডাকেন দাদাঠাকুর।

বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা কলকাতা বইমেলায় গেলে দেখা মিলবে অলোক দত্তের। হাওড়া, ভুবনেশ্বরসহ বিভিন্ন জায়গার বইমেলায় বই নিয়ে হাজির হয়েছেন পাঠকের সামনে। ৪৮ বছর ধরে এভাবেই হেঁকে হেঁকে বই ফেরি করছেন বইমেলাতে। এছাড়া বঙ্গ সংস্কৃতি সম্মেলনেও বই বিক্রি করেছেন এককালে।

বাঙালির বারো মাসে তেরো পার্বন তো আছেই। আর চতুর্দশ পার্বন যে নিঃসন্দেহে কলকাতা বইমেলা তা কি আর আলাদা করে বলে দিতে হয়? আর লিটল ম্যাগাজিন ছাড়া তো কলকাতার বইমেলা অসম্পূর্ণ। সত্তোরোর্ধ্ব  অলোক দত্ত লিটল ম্যাগাজিন হাতে রয়েছেন দাঁড়িয়ে। লিটল ম্যাগাজিন ছাড়া যেমনি করে কলকাতা বইমেলা জমে না তেমনি অলোক দত্ত ছাড়াও যেন বইমেলা লবণ ছাড়া তরকারির মতন।

অলোক বাবু লেখেন মূলত হাসির বই যেসমস্ত বইয়ের দাম ১০ থেকে ৪০ এর মধ্যেই। বইয়ের নামও বেশ অদ্ভুত, ধর্ম দূষণ। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অলোক দত্ত নিজের বইয়ের পাশাপাশি বিক্রি করছেন ২১ শে ফেব্রুয়ারি প্রসঙ্গে অমল রায়ের দুটি নাটক। দাম শুনলে আঁতকে উঠতে পারেন। নাটক দুটির শুভেচ্ছা মূল্য মাত্র ৫ টাকা!

তা বিক্রিবাট্টা কেমন হচ্ছে? জানা গেল মাঝারি রকমের। অলোক বাবুর কিছু নিয়মিত পাঠক রয়েছেন, এরাই কিনছেন অলোক বাবুর বই।

পাঠক কমার পেছনের কারণ হিসেবে অনেকেই দায়ী করে থাকেন মোবাইল ফোনকে। প্রবীণ অলক দত্ত কিন্তু একমত হতে পারলেন না। তিনি বললেন, মোবাইলে বিশ্বজ্ঞান পাওয়া যেতে পারে। বাংলা সাহিত্যের পাঠক কমবার কারণ হিসেবে তিনি মনে করেন, বাঙালিরাই বাংলা সাহিত্য পড়তে চাইছে না। ঝুঁকছে অন্য ভাষার দিকে।

বইয়ের প্রতি বিশুদ্ধতম ভালোবাসা থেকেই এরা অলোকবাবু হয়ে ওঠেন, দারিদ্র্য কিংবা অন্য যেকোনো বাধা যাদেরকে আটকে রাখতে পারে না বইয়ের সান্নিধ্য থেকে। স্টলের সীমানায় যাদেরকে আটকে রাখা যায় নি কোনোদিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বইমেলায় লেখক অলোক দত্তের কিছু ছবি। নীরবে নিভৃতে থাকা এসমস্ত সংগ্রামী লেখক এবং বইপ্রেমী মানুষের কথা ছড়িয়ে পড়ুক বারবার। বই বাঁচুক, বাঁচুক বইয়ের প্রতি ভালোবাসা। ৫ টাকায় দুটি নাটকের সব কটি কপি হোক বিক্রি।

অনুস্কা ব্যানার্জী (শ্রাবস্তী) বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

[email protected] 

Share if you like

Filter By Topic