সাগরে আবার লঘুচাপ


এফই অনলাইন ডেস্ক | Published: November 10, 2022 10:47:21 | Updated: November 10, 2022 16:28:15


ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘর হারিয়েছিল পতেঙ্গার জেলেপল্লীর বাসিন্দারা।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর মাস না না গড়াতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে।

নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

গত অক্টোবরে সিত্রাং আঘাত হানে বাংলাদেশ উপকূলে। ঝড়টি ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।

এদিকে মাঝ হেমন্তে তাপমাত্রা কমছে ধীরে ধীরে। শীতালু আবহাওয়াও বিরাজ করছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমে কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Share if you like