Loading...
The Financial Express

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ

| Updated: December 13, 2022 16:29:07


সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সার্বিক সাইবার নিরাপত্তা আরও বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে নির্ধারিত বিষয়ের বাইরে সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সাইবার সিকিউরিটির বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার (বিষয়) দেখছিলাম। এক্ষেত্রে আরও মডার্ন ইকুইপমেন্ট ইউজ করার জন্য... অনেকেরই যাতে কোনোভাবেই ওয়েবসাইট বা ইসে বাইরে থেকে হ্যাক করা না যায়।

"আমি রিসেন্টলি আমেরিকাতে ছিলাম। ওইখানেও দেখলাম দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাক হয়ে গেছে। সেজন্য আমাদেরও আর একটু যেন কমফোর্ট থাকে, বিশেষ করে আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। ওগুলোতেও যাতে একটু ভালো করে নিরাপত্তা থাকে, সেজন্য।”

তিনি বলেন, “এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টারের নিরাপত্তা বাড়ানো ও সাবমেরিন কেবল ইস্যুতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

"আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন কেবলের নেক্সট যে আরেকটি কেবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও কুইকলি কাজ করা হয়।”

Share if you like

Filter By Topic