‘অফিস ইনসাইডার’ সেবাগ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে সরাসরি ওয়েবভিত্তিক ওয়ার্ড অথবা পাওয়ারপয়েন্ট ফাইলে ছবি নেওয়ার ফিচার চালু করেছে মাইক্রোসফট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মাইক্রোসফট ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রেয়েড ডিভাইস এবং উইন্ডোজ পিসির মধ্যে কনটেন্ট আদান-প্রদানের ফিচার চালু রেখেছে আগে থেকেই; মার্চ মাসে অ্যাপটির খোলনলচেও পাল্টে দিয়েছে উইন্ডোজ নির্মাতা।
কিন্তু কোম্পানিটি প্রথমবারের মতো নিজস্ব অ্যাপে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সরাসরি ছবি নেওয়ার কার্যক্ষমতা যোগ করলো বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ওয়েবভিত্তিক ওয়ার্ড বা পাওয়ারপয়েন্ট ফাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সরাসরি ছবি নেওয়ার জন্য প্রথমে ফাইলের ‘ইনসার্ট’ ফিচারে ক্লিক করতে হবে। তারপর ‘পিকচার্স’ অপশনটি থেকে ‘মোবাইল ডিভাইস’ খুঁজে নিয়ে তাতে ক্লিক করতে হবে।
তবে, অ্যান্ড্রয়েড ডিভাইস উইন্ডোজ পিসির সঙ্গে আগে থেকে লিংক করা না থাকলে ব্যবহারকারীকে এক্ষেত্রে বাড়তি কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে ভার্জ।
এর জন্য প্রথমে কম্পিউটার স্ক্রিনে আসা কিউ আর কোড স্ক্যান করতে হবে ব্যবহারকারীকে, তারপর গুগল প্লে স্টোর থেকে উইন্ডোজ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
তারপর পিসি থেকেই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ছবি ব্রাউজ করে দেখতে পারবেন ব্যবহারকারী; প্রয়োজন মতো জুড়ে দিতে পারবেন ওয়ার্ড ফাইল বা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে।
মাইক্রোসফট বলছে, ফিচারটির ঠিকঠাক কাজ করা নিশ্চিত করতে তুলনামূলক ধীর গতিতে মুক্তি দেওয়া হচ্ছে।
নিয়মিত উইন্ডোজে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানান, ফিচারটি এমন ব্যবহারকারীদের বেশ কাজে আসবে বলে মন্তব্য করেছে ভার্জ। পাওয়ারপয়েন্ট অ্যাপ বা ওয়ার্ড ফাইল থেকে বের না হয়েই সরাসরি মোবাইল ডিভাইস থেকে ছবি যোগ করতে পারবেন তারা; যা সময় খরচ ও প্রক্রিয়াগত জটিলতা, দুটোই কমাবে।