Loading...
The Financial Express

র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার ইউক্রেইন, পোল্যান্ড

| Updated: October 16, 2022 10:18:24


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

ইউক্রেইন ও পোল্যান্ডের বিভিন্ন পরিবহন ও রসদ-ভিত্তিক কোম্পানিতে ‘নতুন’ এক ধরনের র‍্যানসমওয়্যারের মাধ্যমে সাইবার হামলা চালিয়েছে নতুন এক হ্যাকার দল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

১৪ অক্টোবর, শুক্রবার বিষয়টি সম্পর্কে নিজস্ব ব্লগ পোস্টে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলেছে, মঙ্গলবার এক ঘন্টার মধ্যেই নানা ধরনের সিস্টেমকে লক্ষ্য করেছে আক্রমণকারীরা। এই আক্রমণের পেছনে পরিচিত কোনো হ্যাকার দলের হাত থাকার প্রমাণ মেলেনি।

তবে, এই আক্রমণের সঙ্গে এর আগে ইউক্রেইনের বিভিন্ন সরকারী সংস্থার ওপর রাশিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সাইবার দলের চালানো আক্রমণের মিল থাকার কথা বলেছেন গবেষকরা।

ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির বেশ কয়েকবার সাইবার হামলার শিকার হওয়ার কথা বলেছেন পশ্চিমা নিরাপত্তা গবেষক ও জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তারা।

মাইক্রোসফট বলেছে, ‘প্রেস্টিজ’ নামে পরিচিত নতুন এই র‍্যানসমওয়্যার এবং অতীতের ‘ফক্সলোড’ বা ‘হার্মেটিকওয়াইপার’ ম্যালওয়্যারের সঙ্গে জড়িত অন্য একটি ডেটা-শেডিং সাইবার আক্রমণের শিকারদের মধ্যে বেশ কিছু জায়গায় মিল রয়েছে।

বেশ কিছু ঘটনায় গবেষকরা চিহ্নিত করেছেন, র‍্যানসমওয়্যার স্থাপনের আগে হ্যাকাররা ভুক্তভোগীর সিস্টেমের পুরো নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। এতে ইঙ্গিত মেলে, প্রথমে সিস্টেম ব্যবহারকারীর লগইন তথ্য হাতিয়ে নেওয়ার পর হামলার সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল তারা।

“পেশাদারী মানের এমন র‍্যানসমওয়্যার আক্রমণ ইউক্রেইনে প্রচলিত নয়। আর মাইক্রোসফট বর্তমানে যে ৯৪টি র‍্যানসমওয়্যার কার্যক্রম ট্র্যাক করে তার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এই কার্যক্রমের।” --বলেছেন গবেষকরা।

এই প্রসঙ্গে রয়টার্স ওয়াশিংটনে অবস্থিত রাশিয়া দূতাবাস এবং ইউক্রেইন ও পোল্যান্ডের বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থার মন্তব্য জানতে চাইলে কারও কাছ থেকেই তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

Share if you like

Filter By Topic