যুক্তরাষ্ট্রের পরামর্শ ও প্রশিক্ষণে র্যাব গঠনের কথা তুলে ধরে এলিট এই বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “স্যাংকশন তারা কতটুকু তুলবে জানি না। তবে স্যাংশন দিয়ে তারা ক্ষতি যেটা করেছে, আমরা যাদের দিয়ে এ দেশের সন্ত্রাস দমন করেছি, তাদের উপর স্যাংশন দেওয়ার অর্থটা কি? সন্ত্রাসীদের মদদ দেওয়া।
“আমার এটাও প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, তাহলে কি তারা সন্ত্রাস দমনে নাখোশ?”
‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর ২০২১ সালের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের তখনকার আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি র্যাবের তখনকার মহাপরিচালক ও নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর নামও সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে সরকারের প্রতিনিধিদের যে কোনো বৈঠকেই এখন সেই নিষেধাজ্ঞার প্রসঙ্গ আসছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় ‘জটিল ও কঠিন’ একটি প্রক্রিয়া।
র্যাবের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর মধ্যে সেপ্টেম্বরের শেষে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ওয়াশিংটন ডিসি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বিভিন্ন বৈঠকে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে বলে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সময়ে সময়ে আমাদের উপর নানা ধরনের স্যাংশন, অথবা এক সময় জিএসপি বাদ দিল, নানা রকমের ঘটনা ঘটায়।”
র্যাব গঠনের শুরু থেকেই সংস্থাটির সাথে যুক্তরাষ্ট্র সরকারের কাজ করার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “র্যাবের উপরে তারা যখন স্যাংশন দিল, আমরা প্রশ্নটা হল, র্যাব সৃষ্টি করেছে কে? র্যাব সৃষ্টিতো আমেরিকার পরামর্শে।
“আমেরিকাই র্যাব সৃষ্টি করতে পরামর্শ দিয়েছে, আমেরিকা তাদের ট্রেইনিং দেয়, তাদের অস্ত্রশস্ত্র, তাদের হেলিকপ্টার, এমনকি তাদের ডিজিটাল সিস্টেম, আইসিটি সিস্টেম– সবই আমেরিকার দেওয়া।
“তো, আমেরিকা যখন স্যাংকশন দেয় বা আর কোনো কথা বলে বা অভিযোগ আনে, আমার একটাই কথা– যেমন আপনারা ট্রেইনিং দিয়েছেন, তেমন তারা কার্যক্রম করেছে। কাজেই আমাদের করার কী আছে? আপনাদের ট্রেইনিংটা যদি একটু ভালো হত, তাহলে না কথা ছিল।”
র্যাব-পুলিশসহ যে কোনো আইনশৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে, বাংলাদেশে তার বিচার হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন যে পুলিশ ইচ্ছামত গুলি করে মারলেও তাদের সহসা বিচার হয় না। শুধু একটা বিচার হল, যখন আমেরিকার লোক সবাই আন্দোলনে নামল, তখন ওই একটা বিচারই সারাজীবনে তারা করতে পেরেছে।”
যুক্তরাষ্ট্র সফরে র্যাবের উপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় জোরালোভাবে তুলে ধরা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের কতজন বাঙালি মারা গেছে, সেখানে কিন্তু তারা কিছু করে না। সেই কথাগুলো স্পষ্ট আমি তাদেরকে বলেছি। আমি কিন্তু বসে থাকিনি।”
র্যাবের নিষেধাজ্ঞার পেছেনে কিছু প্রবাসী বাংলাদেশিরও ‘ভূমিকা’ রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, “এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক, আমাদের দেশের কিছু লোক তাদের যেসব স্টেটে থাকে, তারা যেখানে যেখানে থাকে, সেখানকার স্থানীয় সেনেটর, কংগ্রেসম্যান অনেকের কাছে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে থাকে। দিয়ে দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করে।”
এসব বাংলাদেশিরা ‘কোনো না কোনো অপরাধে অপরাধী বা চাকরিচ্যুত’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, পৃথিবীর অন্যান্য কয়েক দেশেও… দেখবেন কোনো না কোনো একটা অঘটন, কোনো না কোনো একটা খারাপ কাজ করে কিন্তু গেছে।”
তিনি বলেন, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্তানেরাও এসব অপপ্রচারের সঙ্গে জড়িত। জাতিসংঘের কাছ থেকে পাওয়া ‘গুমের’ শিকার ৭৬ ব্যক্তির তালিকায় বিভিন্ন রকমের ‘গলদ’ থাকার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন শেখ হাসিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “কয়েকটা আন্তর্জাতিক সংস্থা খুব তুলল, ‘গুম খুন’, ‘খুন গুম’, ‘খুন গুম’ করল। গুমের হিসাব যখন বের হতে শুরু করল, তখনতো দেখা গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে হয়েছে। আর তারপর থেকেতো চলছে।
“এরপর আমরা যখন তালিকা চাইলাম, ৭৬ জনের তালিকা পাওয়া গেল। আর এই ৭৬ জনের মধ্যে কি পাওয়া গেছে, সেটাতো আপনারা নিজেরাই ভালো জানেন।”
সেই তালিকায় ‘ভারতের পলাতক আসামির’ নাম থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই রকম কেমন করে হয়? সেখানে কয়েকটা চরমপন্থি, তারা ভারত থেকে পালিয়েছে, কারণ সেখানে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি… ওই তালিকার মধ্যে তাদেরও নাম দেওয়া।
“এইরকমভাবে আরও বেশ কিছু নাম, এমনকি নামের তালিকায় কোনো কোনো ব্যক্তি নিজেই লুকিয়ে আছে। সে রকম তথ্যওতো আছে।”
নিজে থেকে ‘লুকিয়ে’ থাকার উদাহরণ দিতে গিয়ে ‘প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে গুম করা’ এবং নাম না করে ফরহাদ মাজহারের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ টানেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমাদের দেশে এমনও আছে, মাকে লুকিয়ে রেখে আরেকজনকে শায়েস্তা করতেও মাকে ‘খুন করেছে, গুম করেছে’, সেই ঘটনাও বের হয়েছে।
“ভালো একজন আঁতেলের কথা… নাম আর বলতে চাই না। ঢাকা থেকে তিনি চলে গেলেন খুলনা, বলে গেলেন তাকে গুম করা হয়েছে… দেখা গেল খুলনা নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে।”