Loading...
The Financial Express

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

| Updated: December 05, 2022 17:48:19


প্রতীকী ছবি প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের দক্ষিণে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি, ভূ-সমতাল থেকে ১০ কিলোমিটার গভীরে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওই এলাকা ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বরিশাল থেকে ৩৪৯ কিলোমিটার দক্ষিণে।

দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি।

Share if you like

Filter By Topic