Loading...
The Financial Express

রাঙ্গুনিয়ায় চুলা থেকে ঘরে আগুন, এক বাড়ির ৫ জন পুড়ে অঙ্গার


রাঙ্গুনিয়ায় চুলা থেকে ঘরে আগুন, এক বাড়ির ৫ জন পুড়ে অঙ্গার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নার চুলা থেকে ঘরে আগুন লেগে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ অগ্নি দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহতরা হলেন– মহাজন পাড়ায় অটো রিকশা চালক খোকন বসাকের বাবা কাঙাল বসাক (৭০), মা লোকপ্রিয়া বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), সন্তান সৌরভ বসাক (১২) ও সনৈতি বসাক (৪)। 

গৃহকর্তা খোকন বসাক (৪২) ঘর থেকে বের হতে পারলেও দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে খোকন বসাকের চার কক্ষের আধাপাকা বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

“বসতঘরের লাগোয়া রান্নাঘরে প্রচুর লাকড়ি ছিল। স্থানীয় লোকজন বলছে, রান্না ঘর থেকে আগুন লেগে বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরেই পাঁচজনের মৃত্যু হয়।”

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কীও বলেছেন, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়ে।

“রান্নাঘর ও বসতঘরের মধ্যে একটি ফাঁকা কক্ষে প্রচুর কাঠের লাকড়ি ও পাতা ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

ওসি বলেন, “ঘরের লোকজন আগুন থেকে বাঁচতে রান্নাঘরের কোনায় একটি ঘরে জড়ো হয়েছিল। সেখানে আটকা পড়ে তারা জীবন্ত দগ্ধ হয়।”

Share if you like

Filter By Topic