ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঢাকার যাত্রাবাড়ীতে বাস থেকে এক যাত্রীকে ফেলে দিলে তিনি সেই বাসের চাপাতেই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন দিয়েছেন এবং চালক ও হেলপারকে মারধর করে পুলিশে হাতে তুলে দিয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিফায়েত হোসেন মুরাদ (৩০) নামে ওই যুবক বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান বলে জানিয়েছেন তার বড় ভাই আবু সাদাদ সাহেদ।
তার অভিযোগ, তার ভাইকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ডে এদিন বেলা ১২টার দিকে রিফাত মুন্সি (১৬) নামে এক কিশোর শ্রমিক দুই বাসের চাপায় পড়ে মারা গেছেন।
বিকালের দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মফিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ ফারুক সড়কে টনি টাওয়ারের সামনে বাসের নিচে পড়ে মুরাদ মারা যান। বাস থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা জেনেছেন।
তবে মুরাদের বড় ভাইয়ে অভিযোগ তার ভাইকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের ওই পরিদর্শক জানান, ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন বাসের চালক সালাউদ্দিন (৪০) ও হেলপার মোহন মিয়াকে (২২) মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
আহত চালক ও হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বাসটিও আটক করা হয়েছে।
নিহত মুরাদের ভাই সাহেদ জানান, মতিঝিলের একটি বাইয়িং হাউজে চাকরি করতেন তার ভাই। শহীদ ফারুক সড়কের বাসায় আসার জন্য মতিঝিল থেকে গাবতলী থেকে ছেড়ে আসা ৮ নম্বর বাসে উঠেন তিনি।
তার অভিযোগ, “বাসে অপর এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার ঘটনায় মুরাদ প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। এরপরেই বাসটি শহীদ ফারুক সড়কের কাছে আসলে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে গাড়ির লোকজন তাকে ফেলে দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এদিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় নিহত কিশোর রিফাত সেন্টমার্টিন দ্বীপ পরিবহন নামে একটি দাঁড়িয়ে থাকা বাসে কাজ করছিলেন। এসময় বেপারি পরিবহন নামের অপর একটি বাস আকস্মিকভাবে কিশোরটিকে চাপা দেয়।
যাত্রাবাড়ি থানার এসআই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেপারি পরিবহনের চালক হয়ত বাসটিকে পার্কিং করতে গিয়ে বা গিয়ারে থাকাবস্থায় চালু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।”
ঘটনার পরপরই বেপারি পরিবহনের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।