Loading...
The Financial Express

মাত্র ৫ মিনিটে জেনে নিন বিশ্ব রাজনীতির খবরাখবর

| Updated: October 23, 2022 19:19:19


৫ মিনিটে জেনে নিন পেজের দুই উদ্যোক্তা মো. মাসুদুল আলম ( বামে) ও সাকিব আবদুল্লাহ, ছবি: সাকিব আবদুল্লাহ থেকে সংগৃহীত ৫ মিনিটে জেনে নিন পেজের দুই উদ্যোক্তা মো. মাসুদুল আলম ( বামে) ও সাকিব আবদুল্লাহ, ছবি: সাকিব আবদুল্লাহ থেকে সংগৃহীত

ফেসবুকে বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে '৫ মিনিটে জেনে নিন' নামের একটি পেজ। বিশ্বরাজনীতির আলোচিত সব খবরাখবর ৫ মিনিটের ভেতর সংক্ষেপে দরকারি তথ্য সহযোগে জানাচ্ছে পেজটি। পেজটির সাথে জড়িত আছেন দুই তরুণ সাকিব আবদুল্লাহ ও মো. মাসুদুল আলম। দুজনই ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও মিডিয়া অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। আগে সাকিব চাকরি করতেন অন্যত্র।

মাসুদ শুরু থেকেই চাকরি নিয়ে অনাগ্রহী ছিলেন। তিনি চাইতেন নিজের মতো করে কিছু করতে। সেই চিন্তা থেকে পরে নিজেরাই কিছু করবেন বলে ২০২১ সালে পেজটি খোলেন। বর্তমানে এর ফলোয়ার সংখ্যা ৮৬,০০০, যা প্রতিদিনই বাড়ছে।

পেজটির শুরুর সময় নিয়ে সাকিব আবদুল্লাহ বললেন, “ পেজটা শুরু হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরে। আমি ও আমার বন্ধু মো. মাসুদুল আলম মিলে শুরু করি। এখন পর্যন্ত আমরা দুজনই এর সঙ্গে যুক্ত আছি। আমি দৈনিক ইত্তেফাকের অনলাইন বিভাগে আন্তর্জাতিক ডেস্কে কাজ করতাম। কাজের খাতিরেই সারাদিন আন্তর্জাতিক সংবাদের সঙ্গে যুক্ত থাকতে হতো। এই কাজ করতে করতেই একটা পেজ খোলার আইডিয়া আসে মাথায়। ভাবলাম এমন একটা পেজ করব যেখানে চলমান আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ভিন্নধর্মী বিশ্লেষণ করা হবে। আমাদের ৫ মিনিটে জেনে নিন পেজে আমরা এটাই করছি।''

শুধু ঘটনার বর্ণনা নয়, তাদের ভাবনায় রয়েছে ঘটনাগুলোকে তলিয়ে দেখা ও এর প্রভাব বুঝতে চাওয়ার ইচ্ছাও সাকিব যোগ করেন, “ প্রথাগতভাবে শুধু ঘটনার বর্ণনা আমরা দিই না নির্দিষ্ট একটা দৃষ্টিকোণ থেকে বর্তমান ঘটনার কার্যকারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে কী ঘটতে পারে সেটা আমরা অনুমান করার চেষ্টা করি আমাদের প্রেডিকশনের পেছনের যুক্তিগুলো  বিস্তারিত তুলে ধরি এটাকে আমরা 'ক্রিটিক্যাল থিংকিং'  বলতে চাই আমাদের উদ্দেশ্য হলো মানুষ লিনিয়ার বা সরলরৈখিক  দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক রাজনীতিকে না দেখে বিশ্লেষণমূলকভাবে দেখুক কার্যকারণ ছাড়া কিছুই ঘটে না মানুষ ক্রিটিক্যালি ভাবুক আমরা মানুষকে ভাবাতে চাই পেজের কমেন্টগুলো পড়লে বোঝা যায়, আমাদের সব দর্শক আমাদের বক্তব্যের সঙ্গে একমত নন  এতে কষ্ট পাই না বা খারাপভাবে দেখি না আমরা চাই আলোচনা হোক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং মানুষ ভাবুক'' 

চিরায়ত ইতিহাস বা ক্লাসিক বিভিন্ন ব্যাপার নিয়ে তারা খুব বেশি কাজ করেননি মূলত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিশ্লেষণই করা হয় এই পেজে সেদিক থেকে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বিষয়গুলোর চেয়ে চলমান সময়ের সংকট তুলে ধরা ও এ সংক্রান্ত বিচার বিশ্লেষণই তাদের কাছে গুরুত্ব পায় সাকিব এ বিষয়ে বলেন, “ আমাদের কনটেন্টকে বলা যায় ভূ-রাজনৈতিক বিশ্লেষণ চিরসবুজ বা এভারগ্রীন ধরনের কনটেন্ট আমরা তেমন বানাই না কিউবা মিসাইল সংকট, বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি, চিকেন নেক করিডোর ইত্যাদি কিছু চিরসবুজ কনটেন্ট আমরা বানিয়েছি তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চলমান আন্তর্জাতিক ভূ-রাজনীতির বিশ্লেষণ অনুমান করে থাকি''  

কোন ধরনের ভিডিও বেশি জনপ্রিয় কিংবা কেমন ভিডিও তারা বানানোর ক্ষেত্রে আগ্রহী এ বিষয়ে বললেন, “বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ভিডিওগুলোই বেশি জনপ্রিয় হচ্ছে এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে এই যুদ্ধটা সম্পর্কেই এখন মানুষের আগ্রহ সবচেয়ে বেশি''  

কথা প্রসঙ্গে সাকিব উল্লেখ করলেন তাদের শিক্ষক সাখাওয়াত আলী খানের কথা প্রফেসর ইমেরিটাস খ্যাত সাখাওয়াত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কিংবদন্তী শিক্ষকসাকিব আবদুল্লাহ  ও মাসুদুল আলম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলেনতার অণুপ্রেরণার কথা উল্লেখ করে সাকিব বললেন, '' আমার শ্রদ্ধেয় শিক্ষক সাখাওয়াত আলী খান স্যার একদিন ক্লাসে বলেছিলেন, 'বাংলা ফিচারের জন্ম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন যুদ্ধের সাধারণ বর্ণনা দিয়ে মানুষের জানার ক্ষুধা মেটানো যায়নি ফলে জন্ম নেয় ফিচার' সেই ফিচার কিন্তু  এখন স্থায়ী আসন নিয়ে নিয়েছে বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মানুষ ভূ-রাজনৈতিক বিশ্লেষণের প্রতি ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছে ফলে এধরনের কনটেন্টের জোগানও বাড়ছে।'' 

তবে এ ধরনের কনটেন্ট নিয়ে অনেক কাজ হলেও একরকম দুঃখবোধ ছিলো তাদের তারা মনে করছিলাম এই ধরণের বিষয়গুলো নিয়ে শুধু তথ্য আর বর্ণনা না দিয়ে এ সংক্রান্ত বিশ্লেষণও প্রয়োজন ঘটনাগুলোকে বিভিন্নরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন এ বিষয়ে সাকিব বললেন, “ তবে দুঃখের সঙ্গে বলতে হয়, আন্তর্জাতিক খবর নির্ভর বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটর শুধু ঘটনার বর্ণনা করেন, বিশ্লেষণমূলক ভিডিও সত্যিই খুব কম আমরা মনে করি, ভূ-রাজনৈতিক বিশ্লেষণও ধীরে ধীরে স্থায়ী আসন নেবে এবং এক্ষেত্রে নেতৃত্ব দেবেন কনটেন্ট ক্রিয়েটররাই কারণ মূলধারার গণমাধ্যমেও বর্তমানে প্রচলিত প্রথাবদ্ধতার বাইরে  ভূ-রাজনৈতিক বিশ্লেষণ তেমন দেখা যায় না'' 

চাকরি ছেড়ে পূর্ণাঙ্গ পেশা হিসেবে এই পেজটিকে আঁকড়ে ধরেছেন তারা এটি পেশা হিসেবে কতটা অনুকূল, ঝুঁকিই বা আছে কতটা তা নিয়ে বললেন, “ পূর্ণাঙ্গ পেশা হিসেবে কনটেন্ট ক্রিয়েটিং দারুণ সম্ভাবনাময় আমি পূর্ণকালীন চাকরি করতাম, আগেই বলেছি পরে আমাদের পেজটা মনিটাইজেশন পাওয়ার কিছুদিন পর আমি জব ছেড়ে দিই আমার বন্ধু মাসুদুল শুরু থেকে চাকরির প্রতি অনাগ্রহী ছিল বর্তমানে একবছরেই আমাদের আয় ছয় অঙ্কে পৌঁছেছে ভালো এবং ভিন্নধর্মী কনটেন্ট বানালে সাফল্য আসবে এমন বিশ্বাস থেকেই আমরা কাজ শুরু করেছিলাম বিশ্বাসের ফলও পাচ্ছি''

সাকিব মনে করেন তাদের বিশ্বরাজনৈতিক বিষয়াদি নির্বাচন ও  বিশ্লেষণধর্মীতা তাদের কনটেন্টগুলোকে আলাদাভাবে দর্শকদের নজরে এনেছে প্রথাগত উপস্থাপনের বাইরে গিয়ে তাদের এই চিন্তা ও পেশাগত উদ্যোগ আরো অনেক তরুণকেই অণুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি 

 

মাহমুদ নেওয়াজ জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী 

[email protected]

Share if you like

Filter By Topic