মধ্য আমেরিকায় অন্তত ২৫ জনের প্রাণ কেড়ে নেওয়া ঝড় জুলিয়া দুর্বল হয়ে মেক্সিকোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে।
দুর্বল হলেও সেটি মধ্য আমেরিকার বিশাল অংশজুড়ে এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি ঝরাতে পারে, বলেছেন তারা।
ঝড়ের কারণে মৃতদের বেশিরভাগই এল সালভাদর ও গুয়াতেমালার নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এল সালভাদরের কর্তৃপক্ষ ৫ সেনাসহ ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে বলেও জানিয়েছে তারা।
জুলিয়ার কারণে রোববার ও সোমবার ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গুয়াতেমালার কর্তৃপক্ষ। আহত হযেছে ৭ জন, ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েকশ।
হন্ডুরাসেও জুলিয়া ৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে রোববার বন্যা পানিতে ভেসে এক নারী এবং শনিবার রাতে নিকারাগুয়া সীমান্তের কাছে নৌকা উল্টো মারা যাওয়া ৪ বছরের এক শিশুও আছে।
এর বাইরে পানামায় তুমুল বৃষ্টির কারণে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। কোস্টা রিকার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে প্রায় ৩০০ জনের মতো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েও নিয়েছে দেশটি।
প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়ার আগে রোববার নিকারাগুয়ার ক্যারিবীয় উপকূলে আছড়ে পড়ে জুলিয়া।
সোমবার বিকালের মধ্যেই সেটি দুর্বল হয়ে পড়ে এবং ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে মেক্সিকো সীমান্তের কাছে গুয়াতেমালার উপর দিয়ে অগ্রসর হতে থাকে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ঝড়টির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার হতে পারে, অনুমান মিয়ামিভিত্তিক এনএইচসি’র।
জুলিয়া দুর্বল হয়ে পড়লেও এল সালভাদর ও গুয়াতেমালার উপকূলে বিপজ্জনক স্রোত দেখা যেতে পারে এবং তুমুল বর্ষণের কারণে হড়কা বান দেখা যেতে পারে বলে সতর্ক করেছে এই আবহাওয়া সংস্থা।
এল সালভাদর ও গুয়াতেমালার দক্ষিণে এক থেকে চার ইঞ্চি এবং মেক্সিকোর টেয়নটিপেক ইসমুসে তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, বলা হয়েছে তাদের পূর্বাভাসে।
হন্ডুরাসের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কবল থেকে বাঁচতে ৯ হাজার ২০০ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে হাজির হয়েছে।
নিকারাগুয়াতে জুলিয়া ১০ লাখের বেশি মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় ফেলেছে; তুমুল বৃষ্টি ও বন্যার কারণে ১৩ হাজারের বেশি পরিবারকে অন্যত্র সরিয়েও নিতে হয়েছে।