Loading...
The Financial Express

ভোলায় বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার

| Updated: November 03, 2022 10:51:09


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলার লালমোহনে নিজ বাড়ির বাথরুম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান লালমোহন থানার এসআই উত্তম কুমার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত ৪০ বছরের লাইজু আক্তার ওই গ্রামের হেজু মাঝির স্ত্রী। তাদের তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে। 

পরিবারের বরাত দিয়ে এসআই উত্তম জানান, হেজু পেশায় একজন জেলে। মঙ্গলবার মধ্যরাতে তিনি মাছ শিকারের জন্য নদীতে চলে যান। বুধবার সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষে বাথরুমে যান। তখন ঘরে হেজুর এক ভাগ্নী ছিল।

দীর্ঘসময় ধরে তিনি বাথরুম থেকে বের হচ্ছিলেন না। ভাগ্নির মাধ্যমে তা জানতে পেরে আশেপাশের লোকজন ওই বাথরুমের দরজা ভেঙে ভিতরে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসআই উত্তম কুমার আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল থেকে ধারণা করা হচ্ছে, লাইজু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুব রহমান জানান, লাইজুর পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলেও ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share if you like

Filter By Topic