ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথের মাধ্যমে সুতাসহ প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করার সুযোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা।
বাসস জানায়, এ সংক্রান্ত অনুমতি প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানি এবং সেখানে রেলপথে আমদানি করা পণ্যের আংশিক শিপমেন্টের অনুমতি প্রদানে প্রয়োজনীয় আদেশ জারি করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।
সেখানে সংগঠনটি উল্লেখ করে, বাংলাদেশের পোশাক শিল্পের সিংহভাগ সুতা আসে ভারত থেকে। কিন্তু স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানির একমাত্র সুযোগ রয়েছে বেনাপোলে। এছাড়া রেলপথের মাধ্যমে সুতা আমদানির সুযোগ না থাকায় পোশাক উদ্যোক্তারা বেশ জটিলতায় পড়ছে।
এমতাবস্থায় বেনাপোলের পাশাপাশি ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দিলে তারা উপকৃত হবে। একইসাথে সুতা আমদানির ক্ষেত্রে রেলপথ ব্যবহারের সুযোগ চাই তারা।
সংগঠনটি আরও জানায়, পোশাকের রপ্তানি আদেশ সম্পাদনের ক্ষেত্রে লিড টাইম খুব গুরুত্বপূর্ণ এবং লিড টাইমের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ কাঠামো কার্যকর রাখা জরুরি। তাই স্থলবন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানি করার সুযোগ দিলে এই সংকটে সময়ে পোশাক রপ্তানি সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।