কিশোরগঞ্জের ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় আন্তঃনগর এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন ১০ যাত্রী।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নবী জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ গামী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে আবার সংযুক্ত করার সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগির গার্ডার ভেঙ্গে যায় এবং একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ইঞ্জিনটির জয়েন্ট হুকও ভেঙ্গে যায়।
এ সময় আতঙ্কে হুড়াহুড়ি করে নামার সময় ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ট্রেনটির এটেন্ডেন্ট সোহেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভৈরবে পৌছানোর পর ইঞ্জিনটি ঘুরিয়ে আবার সংযুক্ত করা হচ্ছিল। এ সময় জোরে একটি শব্দ হয়। পরে দেখি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। কয়েকটি দরজা-জানালাও ভেঙ্গে যায়।
এ ঘটনার পর ট্রেনটির চালক আব্দুস সাত্তার পালিয়ে গেছেন। ট্রেনটি এখনো স্টেশনের লাইনে পড়ে আছে।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিগুলি মেরামতের পর পুনরায় এটি যাত্রা করবে বলে জানান স্টেশন মাস্টার মো. নুর নবী।