ভারতের কানপুরে এক রাতে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩১


FE Team | Published: October 02, 2022 17:47:31 | Updated: October 02, 2022 20:46:43


ভারতের কানপুরে এক রাতে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

ভারতের উত্তর প্রদেশের কানপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার রাতে হওয়া এ দুই দুর্ঘটনায় আহতের সংখ্যাও ৩০ এর বেশি বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কর্মকর্তারা বলেছেন, ঘাতামপুর এলাকার কাছে একটি ট্রাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৬ পুণ্যার্থীর মৃত্যু ও ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছে।

নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু; ট্রাক্টর ট্রলিটি প্রায় ৫০ জন পুন্যার্থীকে নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। পথে দুর্ঘটনায় পড়ে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠাতে দেরি করায় সারহ থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এই ঘটনার কয়েক ঘণ্টা পর আহিরওয়ান উড়াল সড়কের কাছে দ্রুতবেগে যাওয়া একটি ট্রাক একটি যাত্রীবাহী টেম্পুকে ধাক্কা দিলে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ‍পুলিশ।

দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে; ঘাতক ট্রাকটি ধরার চেষ্টা চলছে, বলেছেন পুলিশের যুগ্ম-কমিশনার আনন্দ প্রকাশ।

পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী উদ্ধার ও সহায়তা কার্যক্রম দেখভালের জন্য দুর্ঘটনাস্থলে দুই মন্ত্রীকে পাঠিয়েছেন। তিনি ট্রাক্টর ট্রলিতে যাতায়াত না করতে সকলের প্রতি অনুরোধও করেছেন।

ট্রাক্প ট্রলি কেবল কৃষিকাজ আর পণ্য পরিবহনেই ব্যবহার করা উচিত, বলেছেন তিনি।

Share if you like