Loading...
The Financial Express

বেনাপোলে ৮টি স্বর্ণের বার ফেলে পালালো মোটরসাইকেল আরোহীরা

| Updated: February 12, 2023 18:26:59


বেনাপোলে ৮টি স্বর্ণের বার ফেলে পালালো মোটরসাইকেল আরোহীরা

বেনাপোল সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যেগুলো মোটরসাইকেল আরোহীরা ভারতে পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি। 

শুক্রবার রাতে বেনাপোলের পুটখালি সীমান্তের সজলের মোড় এলাকা থেকে বারগুলো আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান। 

তিনি বলেন, “পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে- এমন গোপন সংবাদে বিজিবির একটি টহলদল সজলের মোড় এলাকায় অবস্থান নেয়। 

“এ সময় সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বললে তারা না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি টহল দলের সদস্য তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারিরা।  

“পরে ব্যাগটি তল্লাশি করে তার ভেতর আটটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৮ গ্রাম, আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।" 

পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Share if you like

Filter By Topic