Loading...
The Financial Express

বুলগেরিয়ায় পরিত্যাক্ত ট্রাকে ১৮ আফগানের লাশ

| Updated: February 20, 2023 14:57:21


বুলগেরিয়ায় পরিত্যাক্ত ট্রাকে ১৮ আফগানের লাশ

বুলগেরিয়ায় রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যাক্ত ট্রাক থেকে আফগানিস্তানের ১৮ জন মৃত অভিবাসনপ্রত্যাশী লাশ খুঁজে পেয়েছে পুলিশ। এর মধ্যে একটি শিশুও আছে।

মানবপাচারের সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তারও করেছে বলে শুক্রবার জানিয়েছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স-এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ট্রাকটি কাঠসহ কম্পার্টমেন্টে লুকিয়ে থাকা অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বহন করছিল। লোকরস্কো গ্রামের কাছে ট্রাকটি খুঁজে পাওয়া যায়।

ট্রাকের ভেতরে কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর দমবন্ধ হয়ে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস বরিস্লাভ সারাফোভ।

তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে প্রতিবেশী তুরস্কের সীমান্ত পার হয়েছিল এবং বনজঙ্গলের ভেতরে দুই দিন লুকিয়ে ছিল। এরপর বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বের ইয়াম্বোল নগরীতে তাদেরকে ট্রাকে ওঠানো হয়।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ৫ শিশুসহ ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীকে দ্রুত সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়। তাদের কারও কারও অবস্থা গুরুতর ছিল, তবে তারা স্থিতিশীল অবস্থায় ছিল।

তিনি বলেন, “ট্রাকের ভেতরে অক্সিজেনের ঘাটতি হয়ে গিয়েছিল। তারা ঠান্ডায় জমে যাওয়া অবস্থা, ভেজা অবস্থায় ছিলেন। তারা কয়েকদিন ধরে কিছু খাননি।”

গ্রেপ্তার হওয়া চারজনের একজন এরই মধ্যে মানবপাচারের দায়ে সাজাও পেয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যথেষ্ট প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা বুলগেরিয়া পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করে। বেশিরভাগ মানুষই বুলগেরিয়ায় থাকে না বরং মানবপাচারকারীদের সহায়তায় তারা প্রায়ই পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে।

Share if you like

Filter By Topic