ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের এক তালিকায় স্থান করে নিয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার সোমবার এ তালিকা প্রকাশ করে। সেখানে অধ্যাপক তানভীরের নামও রয়েছে।
অধ্যাপক তানভীর বর্জ্য পদার্থ-ভিত্তিক শক্তি-উৎপাদনকারী জলাভূমি সিস্টেম এবং বর্জ্যপানিকে শোধন করতে পারে এমন সেপটিক ট্যাংক তৈরি করেছেন। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে গবেষণা অনুদানও পেয়েছেন তিনি।
তানভীর ফেরদৌস সাঈদ বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক বিজয়ী গবেষক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।