Loading...
The Financial Express

বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে ইতিহাসের অংশ দীপিকা

| Updated: December 19, 2022 10:51:56


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আলো ছড়ালেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন; ভারতীয় হিসেবে তিনিই প্রথম উন্মোচন করলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ট্রফি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

<div class="paragraphs"><p>রোববার রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার আগের সমাপনী অনুষ্ঠানে ছিলেন দীপিকা। স্পেন দলের সাবেক গোলরক্ষক-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে তিনি ট্রফি উন্মোচন করেন।</p></div>

রোববার রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার আগের সমাপনী অনুষ্ঠানে ছিলেন দীপিকা। স্পেন দলের সাবেক গোলরক্ষক-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে তিনি ট্রফি উন্মোচন করেন।

<div class="paragraphs"><p>সুদৃশ্য একটি কাচের বাক্সে করে ট্রফিটি মাঠে নিয়ে যান ক্যাসিয়াস; ১৮ ক্যারটের সোনায় মোড়া ট্রফিসহ বাক্সটির ওজন ৬.১৭৫ কেজি। ট্রফির নিরাপত্তা ও বহনের সুবিধার কথা মাথায় রেখেই এর নকশা করা হয়েছে।</p></div>

সুদৃশ্য একটি কাচের বাক্সে করে ট্রফিটি মাঠে নিয়ে যান ক্যাসিয়াস; ১৮ ক্যারটের সোনায় মোড়া ট্রফিসহ বাক্সটির ওজন ৬.১৭৫ কেজি। ট্রফির নিরাপত্তা ও বহনের সুবিধার কথা মাথায় রেখেই এর নকশা করা হয়েছে। ছবি: রয়টার্স

<div class="paragraphs"><p>দীপিকা যখন কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করছেন, তার অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রঙ’ গানটি নিয়ে ভারতে তখন চলছে তুমুল আলোচনা।</p></div>

দীপিকা যখন কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করছেন, তার অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রঙ’ গানটি নিয়ে ভারতে তখন চলছে তুমুল আলোচনা। ছবি: রয়টার্স

Share if you like

Filter By Topic