Loading...
The Financial Express

বিশ্বকাপ জেতা মেসিদের নিয়ে গর্বিত স্কালোনি

| Updated: December 19, 2022 11:20:18


বিশ্বকাপ জেতা মেসিদের নিয়ে গর্বিত স্কালোনি

কোপা আমেরিকার পর বিশ্বকাপ জয়। লিওনেল স্কালোনির হাত ধরে একের পর সাফল্যে এখন স্বপ্নের ভেলায় ভাসছে আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয় করা লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের নিয়ে গর্বের অন্ত নেই দলটির কোচের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লুসাইল স্টেডিয়ামে রোববার হাড্ডাহাড্ডি এক ফাইনাল উপহার দিয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ের পর ৩-৩ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্তিনেসের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে ৩৬ বছরের শিরোপা খরা কাটায় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। 

শুরুতে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। পরে ব্যবধান বাড়ান দি মারিয়া। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ব্যবধান ধরে রাখে তারা। 

কিন্তু শেষ দিকে ৯৭ সেকেন্ডের মধ্যে কিলিয়ান এমবাপের দুই গোলে সমতা ফেরায় ফ্রান্স। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও শুরুতে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারও শেষ বেলায় স্পট-কিক থেকে সমতা টানেন এমবাপে। 

পেনাল্টি শুটআউটে কিংসলে কোমানের বল ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস। পরের শটটি বাইরে মারেন অহেলিয়া চুয়ামেনি। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে বল জালে পাঠান মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল। বাঁধন হারা উল্লাসে মাতে ১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ জেতা দলটি। 

ম্যাচ শেষে স্কালোনি বললেন, আজকে তার নয় খেলোয়াড়দের দিন। সবাইকে ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে বলেন তিনি। 

“আমি গর্বিত। অন্যান্য দিনের তুলনায় আমি কম রোমাঞ্চিত, আজ আমি মুক্ত। এই দলটি আমাকে কেবল গর্বিতই করেছে। এটা তাদের দিন।” 

“আমি সবাইকে বলতে চাই, উপভোগ করো। কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।” 

স্কালোনির কোচিংয়ে গত বছর ব্রাজিলের মাঠে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। দি মারিয়ার গোলে ২৮ বছরের শিরোপা কাটায় আর্জেন্টিনা।

Share if you like

Filter By Topic