Loading...
The Financial Express

বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

| Updated: December 05, 2022 19:51:43


বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

ফুটবল বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকে জল্পনাকল্পনা শুরু হয়ে যায় কারা ফেভারিট আর কোন দলগুলো খেলতে পারে সেমিফাইনাল আর ফাইনাল। তবে বিশ্বকাপ শুরুর পর দলীয় আলোচনায় শক্তভাবেই ভাগ বসায় ব্যক্তিগত নৈপুণ্য।

গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভস - এই তিনটি পুরস্কার নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। গোল্ডেন বল আর গ্লাভসের লড়াইয়ে কারা পরিষ্কার এগিয়ে আছে সেটি জানা যাবে অন্তত আরো এক রাউন্ড পর। তবে শেষ ১৬'র খেলা শুরুর সাথে সাথেই গোল্ডেন বুটের রেস জমে উঠেছে, এবং সেখানে সম্ভাব্য বিজয়ীদের ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

২০১৮'র বিশ্বকাপে মাত্র ৫ গোলেই গোল্ডেন বুটের ফয়সালা হয়ে গেলেও চলতি বিশ্বকাপে শেষ ১৬তেই ৫ গোল ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা এমবাপ্পে। এবার তাই সোনার জুতো নিয়ে ভালোই কাড়াকাড়ি হবে বলে মনে হচ্ছে।

লিওনেল মেসি - ৩ গোল

যেকোনো প্রতিযোগিতায় সকল প্রকার ব্যক্তিগত পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় একটি নাম অবধারিতভাবেই থেকে যায় - লিওনেল মেসি। ক্যারিয়ারের খুব সম্ভবত শেষ বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর, আর ইতোমধ্যেই পায়ের জাদুতে মোহিত করছেন সবাইকে। মেসির দুর্দান্ত ফর্মের কল্যাণে দীর্ঘদিন সোনালি ট্রফি বঞ্চিত থাকা আর্জেন্টিনার ভক্তদের মাঝেও দেখা যাচ্ছে আত্মবিশ্বাস।

সৌদি আরবের বিপক্ষে পেনাল্টির মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলের খাতা খোলেন মেসি, যদিও আর্জেন্টিনা ম্যাচটি হেরে যায় ২-১ গোলে। নানারকম সমীকরণের বাতাবরণে যখন আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়া নিয়ে চলছে হিসাব নিকাশ, মেসি সেসব হাওয়ায় উড়িয়ে দিয়ে মেক্সিকোর বিপক্ষে করলেন চমৎকার এক গোল, করালেন একটি।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচেও মেসি করেছেন দুর্দান্ত এক গোল। অবশ্য পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় পেনাল্টি মিস না করলে ৪ গোল থাকতো তার নামের পাশে।

কোডি গেকপো - ৩ গোল

প্রতি বিশ্বকাপেই কেউ না কেউ নতুন করে বিশ্বকে জানান দেয় নিজেদের আগমনের কথা। এবারের বিশ্বকাপে কোডি গেকপো সেই নাম, যাকে নিয়ে সামনের ক্লাব ফুটবলের ট্রান্সফার উইন্ডোতে টানাটানি হবে বলেই ধারণা করা যাচ্ছে।

গ্রুপ পর্বে ৩ ম্যাচেই গোল পাওয়া গেকপো শেষ ১৬'য় যুক্তরাষ্ট্রের বিপক্ষে জাল খুঁজে পাননি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দলীয় লড়াইয়ে তাই মেসি আর গেকপো উভয়েরই গোল তালিকায় উপরের উঠার লড়াইও বটে।

মার্কাস রাশফোর্ড এবং বুকায়ো সাকা - ৩ গোল

একই দলের দুজন যখন গোল্ডেন বুটের রেসে, তখন সে দলের জন্য ব্যাপারটা সোনায় সোহাগা ছাড়া কিছুই নয়। ইংল্যান্ডের তারকা ঠাসা দলকে গোল লাইনের সামনে হ্যারি কেইনই নেতৃত্ব দেবেন ভাবা হলেও ৩টি করে গোল করার মাধ্যমে সে কাজটি করে দিচ্ছেন রাশফোর্ড আর সাকা। ইংল্যান্ড যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে অন্যান্যদের মাঝে এই দুজনের গোল্ডেন বুটের লড়াইটাও জমবে বেশ।

আলভারো মোরাতা - ৩ গোল

তরুণ দল নিয়ে বিশ্বকাপে সবাইকে চমকেই দিয়েছে বলা চলে স্পেন। তাদের গতিময় খেলা যেকোনো দলের জন্যই ভয়ংকর হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে কোস্টারিকা আর জার্মানি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের কাছে হেরে গেলেও অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাচ্ছেই স্পেন, এমনটাই মনে করেন ফুটবল পণ্ডিতরা।

আর এক্ষেত্রে স্পেনের তুরুপের তাস আলভারো মোরাতা, যিনি ৩ গোল নিয়ে রয়েছে সোনালি জুতো জয়ের প্রতিযোগিতায়। শেষ ১৬'র খেলায় মরোক্কোর বিপক্ষে মোরাতা চাইবেন গোল করে রেসে এগিয়ে যেতে, সেই সাথে দলকেও পরের রাউন্ডে নিয়ে গিয়ে ব্যক্তিগত অর্জনের সম্ভাবনাটা আরো বাড়িয়ে দিতে।

অলিভার জিরুড - ৩ গোল

জিরুডকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফ্রান্সের তৃতীয় ডিভিশন থেকে উঠে এসে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে তিনগোল করে রয়েছেন গোল্ডেন বুটের রেসেও। শেষ ১৬'য় পোল্যান্ডের বিপক্ষে জয়ে তার গোলটি তাকে এনে দিয়েছে বিশেষ ব্যক্তিগত রেকর্ডও। থিয়েরি অরির রেকর্ড ভেঙে ৫২ গোল নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতার নাম অলিভার জিরুড।

কিলিয়ান এমবাপ্পে - ৫ গোল

তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যাকে থামানোই যাচ্ছে না যেন। গত বিশ্বকাপেই এমবাপ্পে জানান দিয়েছিলেন বড় মঞ্চে জ্বলে ওঠার জন্যই তিনি এসেছেন। গত বিশ্বকাপ যেখানে শেষ করেছেন, ঠিক সেখানেই যেন শুরু করলেন এবার, আরো বেশি পরিপক্ক, আরো নিখুঁত হয়ে।
গ্রুপ পর্বে ৩ গোলের পর পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে গোল্ডেন বুটের রেসে সবার উপরে আসন গেড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের দলীয় শক্তি বিবেচনায় তাদের ফাইনাল না খেলাটাই বরং অসম্ভব মনে করছেন অনেকে। আর ফাইনাল পর্যন্ত যেতে যেতে এমবাপ্পের গোল সংখ্যা কোথায় গিয়ে থামে, তা নিয়েই ভাবতে বসেছেন অনেকে।

গত ম্যাচে ২ গোল করে গোল্ডেন বুটের রেসে এগিয়ে যাওয়ার পাশাপাশি একটা চমৎকার রেকর্ডও করেছেন পিএসজি তারকা। ২৪ বছর বয়সেই বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোল করার রেকর্ড এখন তার, যা এর আগে ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে (৮ গোল)। ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলেও সম্ভবত ব্যক্তিগত এই পুরস্কারটি নিজেরই করে নেবেন এমবাপ্পে।

[email protected]

Share if you like

Filter By Topic